একটি চোরের দল এক মাসে ১০টি চুরি করেছে বলে অভিযোগ প্রকাশ্যে এসেছে। অভিযুক্ত চোরেদেরকে ইতিমধ্যে পুলিশ হেফাজতে নিয়ে নিয়েছে। এই মামলায় পুলিশের তরফে দাবি করা হয়েছে যে, ধৃতরা বাংলাদেশের বাসিন্দা। প্রথমে রেকি ও পরে বড়োসড়ো ধরণের চুরি করার মধ্যে দিয়ে ধৃতরা চুরির কাজ শুরু করে দাবি করা হয়েছে।
ধৃতরা দেশের একাধিক স্থান যেমন দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ ও হরিয়ানায় চুরি করে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ধৃতদের পরিচয় ইতিমধ্যে জানা গেছে। এঁদের নাম যথাক্রমে আফতাব, মুগল শের, মুরসলীন এবং করিম। পুলিশের দাবি, চুরির সময়ে যাতে কেউ বুঝতে না পারে, সেইজন্য তাঁরা খালি পায়ে চুরি করার জন্য বিভিন্ন বাড়িতে যেত।
পুলিশের তরফে আরও জানানো হয়েছে যে, পুলিশের দৌলতে দুষ্কৃতিদের কাছ থেকে ৭৫ হাজার টাকার নগদ ও বহু সোনা-গয়না পাওয়া গেছে। উল্লেখ্য, এঁদের কাছ বেশ কয়েকটি তালা ভাঙার যন্ত্রও বাজেয়াপ্ত উদ্ধার হয়েছে বলে জানা গেছে। অপরদিকে, পলাতক দুই দুষ্কৃতির খোঁজ শুরু করে দিয়েছে পুলিশ। উক্ত চোরের এক রাতেই একটি নয়, দুটি নয়, তিনটি বাড়িতে চুরির জন্য হানা দিত বলে জানা গেছে।