গরুর মাংস বিক্রি করার অভিযোগে ২ ব্যক্তিকে বিবস্ত্র করে চাবুক মারা হল ছত্তীশগড়ের বিলাসপুরে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, জনবহুল রাস্তায় শুধু অন্তর্বাস পরিয়ে হাঁটানো হচ্ছে দুজনকে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় জোর বিতর্ক শুরু হয়েছে।
ওই দুই ব্যক্তির নাম নরসিংহ দাস (৫০) ও রামনিবাস মেহর (৫২)। অভিযোগ, তাঁরা বিলাসপুরের হাইকোর্ট কলোনি দিয়ে বস্তা ভর্তি করে গোমাংস নিয়ে যাচ্ছিলেন। খবর পেয়ে সেখানে হাজির হন বেশ কিছু স্থানীয় বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সুমিত নায়েক নামের এক এক ব্যক্তি ওই দু’ জনের নামে অভিযোগ দায়ের করেছিলেন। তিনি জানিয়েছেন, তিনি ও অন্যান্যরা মিলে যখন রামনিবাস ও নরসিংহের কাছে জানতে চান বস্তায় কী রয়েছে। তাঁরা জানিয়ে দেন, বস্তায় গোমাংস রয়েছে। এরপরই ওই দুই ব্যক্তিকে হেনস্থা করা শুরু হয়। বেশ খানিকক্ষণ পর তাঁরা দু’ জন রেহাই চাইলেও উন্মত্ত জনতাকে থামেনি।
এরপরই দু’ জনকে একেবারে বিবস্ত্র করে শুধুমাত্র অন্তর্বাস পরিয়ে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়। সেই দৃশ্যের ভিডিও করে ভাইরাল করে দেওয়া হয় নেটমাধ্যমে। এরপর তাঁদেরকে চাবুক দিয়ে পেটানোও হয় বলে অভিযোগ।