পয়লা মে বলতে আন্তর্জাতিক শ্রমিক দিবস শুধু ভাবলেই চলবে না, এই দিনটি আবার ভারতের মানুষের কাছে মহারাষ্ট্র দিবস নামেও পরিচিত ৷ কারণ ১৯৬০ সালের পয়লা মে তৎকালীণ বম্বে প্রদেশ ভেঙে মহারাষ্ট্র ও গুজরাত রাজ্য গড়ে উঠেছিল৷
এদিনটিতে মহারাষ্ট্রে প্যারেড ও অন্যান্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালন করা হয়৷ এদিনটি যেমন মহারাষ্ট্র দিবস তেমনই আবার এই দিনটি গুজরাত রাজ্যেরও প্রতিষ্ঠা দিবসও ফলে সেখানেও এদিন নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালন করা হয়৷
সংযুক্ত মহারাষ্ট্র সমিতি সেই সময় এই বম্বে প্রদেশকে দুটি রাজ্যে ভাঙার আন্দোলনের পুরধায় ছিল৷ ভাষার ভিত্তিতে ভাঙা হয়েছিল সেদিন রাজ্যটিকে কারণ সেই সময় ওই প্রদেশের প্রধান ভাষাগুলি ছিল মারাঠী, গুজরাতি, কুচ্ছি ও কোঙ্কানি ৷ ভাঙনের পরে একদিকে ছিল লোকের গুজরাতি এবং কুচ্ছি অন্যদিকের লোকের ভাষা ছিল মারাঠী এবং কোঙ্কানি৷
এদিনটিতে দেশের অর্থনৈতিক রাজধানীতে ছুটি থাকায় বন্ধ থাকে শেয়ার বাজারও৷ এই উপলক্ষ্যে মঙ্গলবার অধুনা মুম্বইতে বন্ধ থাকছে শেয়ার, বন্ড, কমোডিটি কারেন্সি বাজার৷ তবে দুনিয়াজুড়ে বিভিন্ন প্রান্তেই আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে এদিনে বন্ধ রাখা হয় শেয়ার লেনদেন৷ তাই চিন , দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, হংকং, ইতালি স্পেন জার্মানিতে বন্ধ থাকে শেয়ার বাজার৷