১৯ জন ভারতীয় শ্রমিক নিখোঁজ হয়ে গিয়েছে অরুণাচল প্রদেশের চিন সীমান্তে। ঘটনাটি ঘটেছে, কুরুম কুমে জেলায়। সূত্র মারফত খবর, ওই শ্রমিকেরা সীমান্ত সংলগ্ন দামিন এলাকায় গিয়েছিলেন রাস্তা তৈরির কাজে। তারা অসম থেকে অরুণাচল প্রদেশে গিয়েছিলেন। এখন স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যাচ্ছে, শ্রমিকদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে। যদিও, এই বিষয়ে স্থানীয় প্রশাসন কিছু জানায়নি। স্থানীয় পুলিশ শ্রমিকদের খোঁজে তল্লাশি শুরু করেছে।
সূত্রের খবর, গত ৫ ই জুলাই থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওই শ্রমিকদের। ঠিকাদার জানিয়েছেন, তাদেরকে ছুটি দেওয়া হয়নি ঈদ উপলক্ষে। সেই কারণেই তারা রাগে কাজ ছেড়ে দিয়ে পালিয়ে গিয়েছেন। ওদিকে প্রাথমিক তদন্ত করে পুলিশ জানিয়েছে, জঙ্গল পেরিয়ে পালানোর চেষ্টা করেছিল শ্রমিকেরা। কিন্তু কোনভাবে তারা রাস্তা হারিয়ে ফেলে নিখোঁজ হয়ে গিয়েছে। তবে মৃত্যুর কথা জানায়নি পুলিশ। স্থানীয়দের দাবি, ১৯ জন শ্রমিক ডুবে গিয়েছে কুমে নদীতে।
যদিও এই প্রসঙ্গে কিছুই বলেনি প্রশাসন। অন্যদিকে কুরুং কুমের ডেপুটি কমিশনার নিঘি বেঙ্গিয়া বলেছেন, ”আমরা এইটুকু বলতে পারি, ১৯ জন শ্রমিক নিখোঁজ। সকলের মৃত্যু হয়েছে বলে খবর ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই কথা যাচাই করার জন্য আমরা পুলিশবাহিনী পাঠিয়েছি। পাহাড় এবং জঙ্গল থাকার কারণে অত্যন্ত দুর্গম ওই এলাকা। তার মধ্যেই তল্লাশি চালানো হচ্ছে।” জানা গিয়েছে, নিখোঁজ শ্রমিকদের মধ্য থেকে সাতজনের পরিবার অভিযোগ দায়ের করেছে অসম পুলিশের কাছে।
ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগ, ঠিকাদার তাদেরকে নিয়ে গিয়েছে অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরে। মে মাসের শেষের দিকে শ্রমিকের দল পাড়ি দিয়েছিল। তারপর থেকেই পরিবার সদস্যদের সঙ্গে তাদের আর কোন কথাবার্তা হয়নি। ওদিকে, অরুণাচল পূর্বের বিজেপি সাংসদ তাপির গাও জানিয়েছেন, ”এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে সেই ব্যক্তি নিখোঁজ শ্রমিকদের একজন কিনা, তা জানা যায়নি। পুলিশ তল্লাশি চালাচ্ছে। অরুণাচলের পাহাড়ি এলাকায় এসে অনেকেই থাকতে পারে না। সেই কারণেই শ্রমিকরা পালিয়ে গিয়েছে।”
2022-07-20