১৭ লক্ষের গণ্ডি পেরোল করোনা-সংক্রমণ, ভারতে মৃত্যু বেড়ে ৩৭,৩৬৪

করোনা-আক্রান্তের নিরিখে একের পর এক রেকর্ড গড়েই চলেছে ভারত (India)। মৃত্যুও দ্রুত গতিতে বাড়ছে। সুস্থতার হারও ঊর্ধ্বমুখী। বাড়তে বাড়তে রবিবার সকাল আটটা পর্যন্ত ভারতে ১৭ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-সংক্রমণ। ভারতে বিগত ২৪ ঘন্টায় (শনিবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ৮৫৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৪,৭৩৬ জন। রবিবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৩৭,৩৬৪ জন এবং সংক্রমিত ১৭,৫০,৭২৪ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ১১,৪৫,৬৩০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, রবিবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫ লক্ষ ৬৭ হাজার ৭৩০।


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ৩৭,৩৬৪ জনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৭ জনের মৃত্যু হয়েছে, অন্ধ্রপ্রদেশে ১,৪০৭ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ৩ জন, অসমে ১০১ জন, বিহারে ৩০৯ জনের, চন্ডীগড়ে ১৮ জন, ছত্তিশগড়ে ৫৫ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৩,৯৮৯ জনের, গোয়া ৪৮ জন, গুজরাটে ২৪৬৪ জনের, হরিয়ানায় ৪২৮ জনের, হিমাচল প্রদেশে ১৪ জনের, জম্মু-কাশ্মীরে ৩৮৮ জনের, ঝাড়খণ্ডে ১১৩ জনের, কর্ণাটকে ২,৪১২ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৮১ জন, লাদাখে ৭ জন, মধ্যপ্রদেশে ৮৭৬ জন, মহারাষ্ট্রে ১৫,৩১৬ জনের মৃত্যু হয়েছে, মণিপুরে ৬ জন, মেঘালয়ে ৫ জন, নাগাল্যান্ডে ৫ জন, ওডিশায় ১৮৭ জনের, পুদুচেরিতে ৫১ জন, পঞ্জাবে ৪০৫ জন, রাজস্থানে ৬৯০ জনের, সিকিমে একজন, তামিলনাড়ুতে ৪,০৩৪ জন, তেলেঙ্গানায় ৫৩০ জন, ত্রিপুরায় ২৩ জন, উত্তরাখণ্ডে ৮৩ জন, উত্তর প্রদেশে ১,৬৭৭ জন এবং পশ্চিমবঙ্গে ১,৬২৯ জন প্রাণ হারিয়েছেন।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ২.১৪ শতাংশ মানুষের, সুস্থ হয়েছেন ৬৫.৪৪ শতাংশ মানুষ এবং চিকিৎসাধীন ৩২.৪৩ শতাংশ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.