২৪ ঘন্টায় আক্রান্ত ১০,৯৫৬ জন, ভারতে করোনায় মৃত্যু বেড়ে ৮,৪৯৮

করোনা-সংক্রমণে ফের নতুন রেকর্ড গড়ল ভারত (India)। বৃদ্ধির ধারা অব্যাহত রেখে শুক্রবার ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১০,৯৫৬ জন, আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে মৃত্যু হয়েছে ৩৯৬ জন করোনা-সংক্রমিত রোগীর। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ (Covid-19) ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৮,৪৯৮ এবং সংক্রমিত ২,৯৭,৫৩৫ জন। ইতিমধ্যেই ভারতে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১,৪৭,১৯৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ২,৯৭,৫৩৫ জন (সক্রিয় করোনা রোগী ১,৪১,৮৪২)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮,৪৯৮। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ১,৪৭,১৯৫ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ৮,৪৯৮ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ৮০ জনের মৃত্যু হয়েছে, অসমে ৬ জনের, বিহারে ৩৬ জনের, চন্ডীগড়ে ৫ জন, ছত্তিশগড়ে ৬ জন, দিল্লিতে ১০৮৫ জনের, গুজরাটে ১৩৮৫ জনের, হরিয়ানায় ৬৪ জনের, হিমাচল প্রদেশে ৬ জনের, জম্মু-কাশ্মীরে ৫২ জনের, ঝাড়খণ্ডে ৮ জনের, কর্ণাটকে ৭২ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ১৮ জন, লাদাখে একজন, মধ্যপ্রদেশে ৪৩১ জন, মহারাষ্ট্রে ৩,৫৯০ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় ৯ জনের, পঞ্জাবে ৫৯ জন, রাজস্থানে ২৬৫ জনের, তামিলনাড়ুতে ৩৪৯ জন, তেলেঙ্গানায় ১৬৫ জন, ত্রিপুরায় একজন, উত্তরাখণ্ডে ১৫ জন, উত্তর প্রদেশে ৩৪৫ জন এবং পশ্চিমবঙ্গে ৪৪২ জন প্রাণ হারিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.