আর্থিক দুর্নীতির শিকার ভারতীয় জাদুঘর। কেন্দ্রের আইনজীবী হাই কোর্টকে জানিয়ে দিল, এই আর্থিক দুর্নীতির তদন্তভার গ্রহণ করতে প্রস্তুত রয়েছে সিবিআই। ইতিমধ্যেই, হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আগামী চার সপ্তাহের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দিল জাদুঘর কর্তৃপক্ষকে।
সূত্রের খবর, খুব সামান্য কিছু টাকা খরচ হয়েছে কেন্দ্রের বরাদ্দ থেকে। কিন্তু হদিশ পাওয়া যাচ্ছে না, বাকি টাকার। ক্যাগের রিপোর্টে, ভারতীয় জাদুঘরের সংস্কার ও দুষ্প্রাপ্য জিনিসের রক্ষণাবেক্ষণের মধ্যে থেকে প্রচুর পরিমাণে টাকার দুর্নীতির ইঙ্গিত পাওয়া গেছে। জানা গিয়েছে, প্রায় ১০৯ কোটি টাকার আর্থিক দুর্নীতির ইঙ্গিত পাওয়া গিয়েছে। এখানেই শেষ নয়, দুষ্প্রাপ্য দ্রব্য পাচার ও নিয়োগের অভিযোগ রয়েছে। এই অভিযোগকে কেন্দ্র করে কলকাতা হাই কোর্টে দায়ের করা হয় একটি জনস্বার্থ মামলা।
এই মামলায় হাই কোর্ট জাদুঘর কর্তৃপক্ষকে রিপোর্ট তলব করার পাশাপাশি সিবিআইকে জানাতে নির্দেশ দেয় যে, তারা এই মামলার তদন্তভার গ্রহণ করতে পারবে কিনা। আইনজীবী সপ্তর্ষি দত্ত বারুইপুর দত্তপাড়া শ্যামা পুজো ট্রাস্টের পক্ষ থেকে এই মামলা লড়ছেন। হাই কোর্টে আইনজীবী সপ্তর্ষি জানিয়েছেন, এই মামলার তদন্তভার নিতে সিবিআইয়ের কোন রকমের আপত্তি নেই।
2022-04-11