২৪ ঘন্টায় মৃত্যু ১,০০৭ জনের, ভারতে করোনা-মুক্ত ১৫ লক্ষের বেশি

ভারতের ১০টি রাজ্যের করোনা-পরিস্থিতি প্রতিদিনই উদ্বেগ বাড়াচ্ছে! তবে, ভারতে সুস্থতার হারও স্বস্তি দিয়ে বাড়ছে। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনাভাইরাসের কবল থেকে মুক্ত হয়েছেন ১৫ লক্ষেরও বেশি রোগী। তবে, বাড়তে বাড়তে সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ২২,১৫,০৭৫-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (রবিবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ১,০০৭ জনের মৃত্যু হয়েছেশেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬২,০৬৪ জন। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪৪,৩৮৬ জন এবং সংক্রমিত ২২,১৫,০৭৫ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ১৫,৩৫,৭৪৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬ লক্ষ ৩৪ হাজার ৯৪৫।


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ৪৪,৩৮৬ জনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ২০ জনের মৃত্যু হয়েছে, অন্ধ্রপ্রদেশে ২,০৩৬ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ৩ জন, অসমে ১৪৫ জন, বিহারে ৩৮৭ জনের, চন্ডীগড়ে ২৫ জন, ছত্তিশগড়ে ৯৬ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৪,১১১ জনের, গোয়া ৭৫ জন, গুজরাটে ২,৬৫২ জনের, হরিয়ানায় ৪৮৩ জনের, হিমাচল প্রদেশে ১৫ জনের, জম্মু-কাশ্মীরে ৪৭২ জনের, ঝাড়খণ্ডে ১৭৭ জনের, কর্ণাটকে ৩,১৯৮ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ১০৮ জন, লাদাখে ৯ জন, মধ্যপ্রদেশে ৯৯৬ জন, মহারাষ্ট্রে ১৭,৭৫৭ জনের মৃত্যু হয়েছে, মণিপুরে ১১ জন, মেঘালয়ে ৬ জন, নাগাল্যান্ডে ৮ জন, ওডিশায় ২৭২ জনের, পুদুচেরিতে ৮৭ জন, পঞ্জাবে ৫৮৬ জন, রাজস্থানে ৭৮৯ জনের, সিকিমে একজন, তামিলনাড়ুতে ৪,৯২৭ জন, তেলেঙ্গানায় ৬৩৭ জন, ত্রিপুরায় ৪২ জন, উত্তরাখণ্ডে ১২৫ জন, উত্তর প্রদেশে ২,০৬৯ জন এবং পশ্চিমবঙ্গে ২,০৫৯ জন প্রাণ হারিয়েছেন।


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ২.০০ শতাংশ মানুষের, সুস্থ হয়েছেন ৬৯.৩৩ শতাংশ মানুষ এবং চিকিৎসাধীন ২৮.৬৬ শতাংশ মানুষ। ভারতের ১০টি রাজ্যের করোনা-পরিস্থিতি প্রতিদিনই উদ্বেগ বাড়াচ্ছে! পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, উত্তরপ্রদেশ, তেলঙ্গানা, বিহার, গুজরাত ও পঞ্জাব-এই ১০টি রাজ্যে প্রতিদিনই হু হু করে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। করোনা-সংক্রমণ ও মৃত্যুর নিরিখে একের পর রেকর্ড গড়েই চলেছে ভারত। মারণ এই ভাইরাসকে সামাল দিতে ভারতে দ্রুততার সঙ্গে বেড়েই চলেছে করোনা-পরীক্ষা। ৯ আগস্ট পর্যন্ত ভারতে মোট ২,৪৫,৮৩,৫৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সোমবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, শুধুমাত্র ৯ আগস্ট ৪,৭৭,০২৩টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। প্রসঙ্গত, এর আগে শনিবার সারা দিনে ভারতে ৭,১৯,৩৬৪টি স্যাম্পেল টেস্ট করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.