দিল্লির বিতর্কিত আবগারি আইন নিয়ে ইডি-র হাতে চাঞ্চল্যকর তথ্য। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে দাবি করা হয়েছে, বাতিল হওয়া আবগারি আইনে সুবিধা পাওয়ার জন্য ১০০ কোটি টাকার ঘুষ দেওয়া হয় মণীশ সিসোদিয়াকে। মামলা লোপাট করতে তিনি ১৪০ বার ফোন বদল করেছিলেন বলে অভিযোগ।
ইডির তরফে জানানো হয়েছে, দিল্লির আপ সরকারের আনা আবগারি আইনকে সমর্থন জানানো ও তার থেকে সুবিধাভোগ করার জন্য ১০০ কোটি টাকার ঘুষ দেওয়া হয়েছিল। প্রায় ৩৬ জন ভিআইপি, যার মধ্যে মণীশ সিসোদিয়াও রয়েছেন, তারা প্রায় ১৪০ টি মোবাইল ফোন বদল করেছিলেন ডিজিটাল প্রমাণ নষ্ট করার জন্য।
ইডির দাবি অস্বীকার করেছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। তাঁর দাবি, তিনি কোনও অপরাধ করেননি। তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এর আগে ইডি একাধিকবার তাঁর বাড়ি, ব্যাঙ্ক সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালালেও কোনও প্রমাণ মেলেনি।
দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালও মণীশ সিসোদিয়াকে সমর্থন জানিয়ে বলেন, ‘কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট করে। তাদের নির্দেশ দেওয়া হয়েছে, আগামী মাসে গুজরাত বিধানসভা নির্বাচনের আগে আম আদমি পার্টির নেতাদের যেন নিশানা করা হয়’।