নিজস্ব প্রতিবেদন:
গত সপ্তাহে কেন্দ্রের এনডিএ সরকারের ১০০ দিন পূর্ন হয়েছে। এপ্রসঙ্গে বৃহস্পতিবার ঝাড়খণ্ডের এক জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “এই তো সবে শুরু হয়েছে। এখনও ৫ বছর বাকি রয়েছে।”
এদিন রাঁচির সভা থেকে মোদী বলেন, “উন্নয়ন ও তা পূরণ করা আমাদের প্রধান লক্ষ্য। প্রথম ১০০ দিনে আমরা মানুষের সবচেয়ে আগ্রহের বিষয়গুলো করে দেখিয়েছি। এখনও ৫ বছর রয়েছে। তাই আরও প্রচেষ্টা, কঠোর পরিশ্রম করে সমাধান আনতে হবে।” তিনি আরও বলেন, “প্রথম ১০০ দিনে সরকার শুধু ট্রেলার দেখিয়েছে। এখনও পুরো সিনেমা বাকি রয়েছে।”
পাশাপাশি এদিন ঝাড়খণ্ডের নতুন বিধানসভা ভবন উদ্বোধনে মোদী বলেন, এটি ঝাড়খণ্ডের জন্য একটি ঐতিহাসিক দিন। নতুন বিধানসভা ভবনের উদ্বোধন হল। যেসব নাগরিক গণতন্ত্রে বিশ্বাস করে, তাঁদের কাছে একটা একটা মন্দির।” এবছরের শেষের দিকে ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে পাখির চোখ করে পুনরায় ক্ষমতা দখলের লড়াইয়ে এগিয়ে যাচ্ছে বিজেপি।