দিল্লীর হিন্দু বিরোধী দাঙ্গায় এক কোটির বেশি অর্থের যোগান দিয়েছিলেন আম আদমি পার্টির বহিষ্কৃত কাউন্সিলর তাহির হোসেন। সেই অভিযোগের তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার সেই মামলায় তাহির হোসেনের বিরুদ্ধে চার্জশিট পেশ করলো ED। তাঁর পাশাপাশি একই মামলায় অমিত গুপ্তা নামে আর ব্যক্তির বিরুদ্ধেও চার্জশিট পেশ করেছে ED। তাদের বিরুদ্ধে অভিযোগ, দিল্লীতে CAA বিরোধী হিংসা পরিচালনার ক্ষেত্রে এক কোটির বেশি টাকা খরচ করা হয়েছে এবং সেই টাকা বিভিন্ন ব্যক্তির ব্যাংক একাউন্টে পাচার করা হয়েছে।
গত ফেব্রুয়ারিতে দিল্লীতে CAA বিরোধী আন্দোলন হিন্দু বিরোধী দাঙ্গায় পরিণত হয়। দাঙ্গায় সামনে থেকে নেতৃত্ব দেন আম আদমি পার্টির কাউন্সিলর তাহির হুসেন। যদিও অভিযোগ ওঠার পর তাকে দল থেকে বহিস্কার করা হয়। পাশাপাশি তাঁর বিরুদ্ধে ইন্টেলিজেন্স অফিসার অঙ্কিত শর্মাকে নৃশংসভাবে খুন করার অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে UAPA আইনে মামলাও দায়ের করা হয়েছে। বর্তমানে সে তিহার জেলে বন্দি।
ED-এর তদন্তে উঠে এসেছে যে ডাঙ্গাকারীদের যোগানোর জন্য বিভিন্ন স্থান থেকে অর্থ সংগ্রহ করেছিলেন তাহির হুসেন। সেই টাকার পরিমাণ ১ কোটি ৬০ লক্ষ। সেই টাকা বিভিন্ন সেল কোম্পানির মাধ্যমে নানা ব্যক্তির একাউন্টে পাঠানো হয়। এই কাজে তাহির হোসেনের সহযোগী ছিলেন অমিত গুপ্তা নামে এক ব্যক্তি। তাকেও গ্রেপ্তার করেছে ED। সে বর্তমানে তিহার জেলে বন্দি। পুরো টাকাটাই দিল্লীতে CAA বিরোধী হিংসা এবং হিন্দু বিরোধী দাঙ্গায় খরচ করা হয়েছিল বলে জানা গিয়েছে।