আরও শক্তিশালী হয়ে উঠল ভারতীয় সেনা। আর যার জোরে শত্রুর ওপর ভারী পড়তে চলেছে ইন্ডিয়ান আর্মি। শুক্রবার পিনাকা মিসাইলের সফল উৎক্ষেপণ করল সেনাবাহিনী। ওড়িশার উপকূল থেকে উৎক্ষেপণ করা হয় এই মিসাইলটিকে।
মিসাইলটিতে রয়েছে নানান অত্যাধুনিক প্রযুক্তি। ডিফেন্স রিসার্চ ডেভলপমেন্ট অরগানাইজেশন-এর তৈরি এই মিসাইলটি ৯০ কিমি দূরের লক্ষ্য বস্তুতেও আঘাত হানতে পুরোপুরি সক্ষম।
প্রথমে এই পিনাকা মিসাইলের পাল্লা ছিল ৪০ কিলোমিটার। পরে তা বাড়িয়ে করা হয় ৭৫ কিলোমিটার। আর এখন সেই পাল্লা আরও বাড়ানো হল। এই মিসাইলটি ১ মিনিটের মধ্যেই ধ্বংস করতে পারে শত্রুপক্ষের বাধা। মাত্র ৬০ সেকেন্ডের মধ্যে ১২ টি বিধ্বংসী রকেট উড়ে যেতে পারে।
উল্লেখ্য, মাত্র এক দিন আগেই এলওসি সীমান্ত যে কোনও সময় উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছিলেন বিদায়ী সেনা প্রধান বিপিন রাওয়াত। একই সঙ্গে তিনি জানিয়েছিলেন যে কোনও সময় পরিস্থিতির মোকাবিলা করতে তৈরি ভারতীয় সেনাবাহিনীও। আর ঠিক এমন পরিস্থিতেই ভারতীয় সেনার হাতে এল এই ভয়ঙ্কর মারণ অস্ত্র পিনাকা।