শনিবার সকালে প্রাক্তন আইপিএস ও বর্তমান পুদুচেরির রাজ্যপাল কিরণ বেদি একটি ভিডিও পোস্ট করেন নিজের ট্যুইটার হ্যান্ডেলে | ভিডিওটি নাসা থেকে প্রকাশিত হয়েছে বলে দাবি করা হয়েছে | ভিডিওটির পিছনের কন্ঠস্বর যা বলছে ,তা হল নাসার বিজ্ঞানীরা সূর্যের যে আওয়াজ শুনেছেন তাতে মনে হচ্ছে যেন সমবেত স্বরে ওম মন্ত্র উচ্চারিত হচ্ছে |
ভিডিওটির নীচে লেখা আছে , SUN CHANTS OM.ধারাভাষ্যকর বলছেন যে খীস্টপূর্ব ষষ্ঠ শতাদ্বী থেকে এই ধ্বনি শোনা যাচ্ছে | উচ্চ অনুনাদের এই স্বর ওমের সঙ্গে কীভাবে সাদৃশ্য যুক্ত তা জানা নেই |
তবুও ব্যাখ্যা যে ভাষা শব্দের তরঙ্গতে চেপে হয়তো বা সেখানে পৌঁছেছি টঠিক যেভাবে ইথার তরঙ্গে রেডিও বা স্যাটেলাইটের তরঙ্গকে ধরে ছবি পৌঁছয় আজও |
সঠিক ব্যাখ্যা কিনা জানা থাকলেও আপাতত এই নিয়ে শুরু বিতর্ক| রাতারাতি ভাইরাল হয়ে পড়া এই ভিডিও নিয়ে নেটিজেনরা সরব | পক্ষে বিপক্ষে প্রতিক্রিয়ার সংখ্যা লাফাচ্ছে রাতারাতি | ইতিমধ্যেই লাইকের সংংখ্যা ১৭হাজার ছুঁইছুঁই |
পোস্ট করেছেন শনিবার সকাল ৮.১১ নাগাদ | রিট্যুইটের সংখ্যাটাও মন্দ নয় | ৬হাজারের কাছেই | এর মধ্যে একজনের বক্তব্য,নাসার এই পর্যবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ|চাঁদে নেমেও খুব হালকা হল একই ওম মন্ত্রের সঙ্গে সাযুজ্যপূর্ণ শব্দের মিল পেয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা |
কিন্তু অবশ্য এর বিরুদ্ধাচারণও করেছেন কেউ কেউ | বলেছেন, নীল আর্মস্ট্রং যখন চাঁদে নেমেছিলেন ,তখন তিনি আজানের ডাক শুনেছিলেন | ঘটনা যাই হোক আগামী বেশ কয়েকঘন্টা এই পোস্ট নিয়ে যে আবারও ভার্চুয়াল যুদ্ধে মাতবেন নেটিজেনরা তা বলা বাহুল্য |