শ্রীনগর থেকে গ্রেফতার হল লস্কর এ তৈবার জঙ্গী নিসার আহমেদ দার | শনিবার সাত সকালে হাজিনের ওয়াহাব পারে মহল্লার থেকে তাকে ধরা হয় | নিরাপত্তা বাহিনীর জওয়ানদের উপর নজর রাখার পাশাপাশি তাদের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করাই ছিল নিসারের কাজ | গত দুই বছর ধরে এই কাজ করে চলছিল সে | নিরাপত্তা রক্ষীদের কাছেও সেই খবর ছিল | ২০১৬ থেকে ২০১৯ অবধি সক্রিয় ভাবে আটটি হামলার সঙ্গে যুক্ত ছিল এই জঙ্গী |
পাকিস্তানে প্রশিক্ষণ পাওয়ার পর এই দায়িত্ব নিয়ে তাকে উপত্যকায় পাঠানো হয়েছিল | ২০১৬সালে তাকে আটক করা হলেও উপযুক্ত প্রমাণের অভাবে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ | সূত্রের খবর, লস্করের শীর্ষ জঙ্গী সালিম পারের সহযোগী ছিল এই নিসার | সামিল পারের তত্বাবধানে উত্তর কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চল রয়েছে |
যদিও একটি অভিযানে ২০১৯ সালে জঙ্গী পোশাকেই খতম হয় এই সালিম কুলান গান্ডেরবহাল অঞ্চলে | শুক্রবার সালিমের সহযোগী নিসারের ডেরায় গোপন সূত্রে খবর পেয়ে আচমকাই হানা দেয় শ্রীনগর থানার পুলিশ সঙ্গে স্থানীয় নিরাপত্তা কর্মীদের নিয়ে | জানা গিয়েছে, নিরাপত্তা রক্ষীদের উপর বড়সড় আবারও হামলার ছক কষছিল নিসার | তাকে ধরার সঙ্গে সঙ্গে প্রচুর অস্ত্র-শস্ত্র বাজেয়াপ্ত করা হয় |