শক্তি বাড়ল ভারতের, ব্রহ্মোস মিসাইলের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ

আরও শক্তি বাড়ল ভারতের| মঙ্গলবার সকালে সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মোসের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)| মঙ্গলবার সকাল ৮.৩০ মিনিট নাগাদ ওডিশার চাঁদিপুরের কাছে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (আইটিআর)-এর লঞ্চ কমপ্লেক্স-৩ থেকে সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে ব্রহ্মোস মিসাইলের| ডিআরডিও-র পক্ষ থেকে জানানো হয়েছে, সারফেস টু সারফেস ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হয়েছে| ব্রাহ্মোস মিসাইলটি মিডিয়াম-রেঞ্জের রামজেট সুরাসনিক ক্রুজ মিসাইল| সাবমেরিন, জাহাজ, ফাইটার জেট অথবা ভূমি থেকেও উৎক্ষেপণে সক্ষম ব্রাহ্মোস মিসাইল| এদিন মিসাইলটির টার্গেট ছিল একটি জাহাজ| এই উৎক্ষেপণের ফলে আরও শক্তি বাড়ল ভারতের| 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.