স্কুল-কলেজে হিজাব নিষিদ্ধ করার পক্ষে রায় দিয়েছে কর্ণাটক হাই কোর্ট। এবার আরও বড় সিদ্ধান্ত নিল সে রাজ্যের বিজেপি সরকার। বোর্ড পরীক্ষাতেও বসা যাবে না হিজাব পরে। এমনটাই জানিয়েছেন, সে রাজ্যের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষামন্ত্রী বিসি নাগেশ।
এই প্রসঙ্গে তিনি বলেছেন, ‘কোনও ছাড় দেওয়া হবে না। হাইকোর্টের রায় শিক্ষার্থীদের অবশ্যই মেনে চলতে হবে। কাউকেই হিজাব পরে পরীক্ষা দিতে দেওয়া হবে না। শিক্ষার্থীরা পরীক্ষা না দিতে পারে এই কারণে, তাতেও কিছু করার নেই। তার পরে নিজেদের ভুল বুঝতে পারলে, তারা দু’ মাস পরে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওযার একটা সুযোগ পাবে। কিন্তু বোর্ড পরীক্ষা হিজাব ছাড়াই হবে’।
ইতিমধ্যে হিজাব বিতর্ক নিয়ে কর্ণাটক হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল। তার প্রাথমিক শুনানি প্রত্যাখ্যান করেছে শীর্ষ আদালত। পরীক্ষার স্বার্থেই আদালতের অবিলম্বে হস্তক্ষেপ চেয়েছিল ছাত্রীরা। তারা আবেদন করেছিল, হিজাব বা হেডস্কার্ফের উপর নিষেধাজ্ঞা বসালে তারা বোর্ড পরীক্ষাই দিতে পারবে না।
এছাড়াও শিক্ষার্থীরা দাবি করেছিল, সংবিধানের ২৫ অনুচ্ছেদের অধীনে হিজাবের সুরক্ষা রয়েছে যা ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেয়। সুপ্রিম কোর্ট পাল্টা জানিয়েছে, বিষয়টি নিয়ে নাড়াচাড়া না করতে, শুনানির তারিখও দেয়নি। প্রসঙ্গত, শিক্ষাঙ্গনে পোশাক বিধি নিয়ে কর্ণাটক সরকারের নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টেও মামলা করেছিল ওই ছাত্রীরা। সেই মামলায় হাইকোর্ট বলে, ‘হিজাব ইসলামের আবশ্যক পোশাক নয়। স্কুল ইউনিফর্মের ব্যাপারে সরকার বিধিসম্মত বিধিনিষেধ আরোপ করতেই পারে’।