চেন্নাইতে গাছ অ্যাম্বুলেন্স চালু করা হয় বিশ্ব পরিবেশ দিবসে। বিশ্ব উষ্ণায়নে যখন সারা পৃথিবী জেরবার তখন এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এঁদের উদ্দেশ্য, প্রচুর পরিমানে গাছ লাগানো। এছাড়াও গাছের বীজ বণ্টন, চারাগাছ বিতরণ করা, বৃক্ষরোপণে সহায়তা করা, আগাছা পরিষ্কারের মতো বিভিন্ন রকমের গাছ সম্বন্ধিত সেবা প্রদানের লক্ষ্য রয়েছে এই সংগঠনের। বাগানের সরঞ্জাম, জল, সার, যন্ত্রপাতি এবং কীটনাশক সহ একজন উদ্ভিদ বিশেষজ্ঞ গাছ অ্যাম্বুলেন্সে ভ্রমণ করবে।
এই মহৎ উদ্দেশ্য নিয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা আবদুল ঘনি বলেন, তাঁর লক্ষ্য এই পরিকল্পনা ২০২০ সালের মধ্যে সারা দেশ জুড়ে ছরিয়ে দেওয়া।