বিজেপির সূত্র থেকে জানা যায়, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে রাজ্যসভায় পাঠানো হবে।
গুজরাটের রাজ্যসভার দুই সাংসদ - বিজেপি সভাপতি অমিত শাহ, এখন স্বরাষ্ট্রমন্ত্রী, এবং স্মৃতি ইরানী, যিনি নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় পেয়েছেন লোকসভা নির্বাচনে জিতে, যাতে রাজ্যসভায় দুইটি শূন্য পদ সৃষ্টি হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী রবি শংকর প্রসাদও রাজ্যসভার সদস্য ছিলেন। তিনি পটনা সাহেব থেকে লোকসভা জিতেছেন এবং মন্ত্রী হন, সেখানেও বিহার থেকে রাজ্যসভায় আরেকটি শূন্যস্থান তৈরি হয়। সুত্রের খবর, এলজেপি সভাপতি ও বিজেপির সহযোগী রাম ভিলাস পাসওয়ান, যিনি এই সময় লোকসভা নির্বাচনে অংশ নেননি, তিনিও বিজেপির একটি রাজ্যসভার পদ পেতে পারেন। শপথ গ্রহণের ছয় মাসের মধ্যেই, কেন্দ্রীয় মন্ত্রীকে সংসদ সদস্য হতে হবে, হয় লোকসভা বা রাজ্যসভায়। সূত্র জানায়, বিজেপি চায় যে, এআইএডিএমকে বিদেশসচিব হিসাবে অবসরপ্রাপ্ত জয়শঙ্করকে রাজ্যসভায় পাঠাক, কিন্তু এআইএডিএমকে তাঁদের একমাত্র আসন ছেড়ে দিতে রাজি হননি।