আরো এক বছর বিনামূল্যে রেশন পাবে ৮০ কোটি ভারতবাসী। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ আরও এক বছর বাড়ালো কেন্দ্র। ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে গোটা বছর এই প্রকল্পের আওতায় রেশন দেওয়া হবে।
জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় থাকা সুবিধাভোগীরা এই প্রকল্পের সুবিধা পায়। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় থাকা সব পরিবারের জন্য প্রতি মাসে মাথাপিছু পাঁচ কেজি খাদ্যশস্য বরাদ্দ করা হয়। ২০২০ সালে দেশজুড়ে করোনা সংক্রমণ ও লকডাউনের জেরে কেন্দ্রের তরফে দরিদ্রদের জন্য বিনামূল্যে রেশন বন্টনের ব্যবস্থা করা হয়েছিল। পরপর দু’বছর সেটা দেওয়া হয়েছে। তবে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত রেশন দেওয়ার কথা জানিয়েছিল কেন্দ্র।
করোনাকালে এই প্রকল্প শুরু হয়েছিল। সেই কোভিড ফের হানা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। চিনে ইতিমধ্যেই করোনা আবার মহামারীর আকার ধারণ করেছে। ভারতেও অদূর ভবিষ্যতে করোনা বাড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। করোনা ফের হানা দিলে কর্মসংস্থানের বাজারে প্রভাব পরতে পারে। সম্ভবত সেই কারণেই সতর্ক হয়ে আগেভাগে এই পদক্ষেপ করল মোদী সরকার।