সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বাস্তবায়নের পরে, দেশজুড়ে বিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা ২২ শে ডিসেম্বর দিল্লির রামলীলা ময়দানে অনুষ্ঠিত হয়। সেই সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিবেশী দেশ থেকে আসা অমুসলিম শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দেওয়ার আইনটির বিরোধিতা করার জন্য বিরোধী দলগুলির সমালোচনা করেন। প্রধানমন্ত্রী মোদী তার ভাষণে জন্ম নেওয়া একটি শিশুর নাম এবং তার নাগরিকত্বের কথাও উল্লেখ করেন, যে দিন সংসদ থেকে এই আইন সম্পর্কিত বিলটি পাস হয়েছিল সেইদিন জন্মগ্রহণ করে। সেই শিশুটি যার নাম রাখা হয় নাগরিকতা, প্রথম ভারতীয় পরিচয়পত্র পেয়েছে। বালিকাটির জন্মের শংসাপত্রটি দিল্লি পৌর কর্পোরেশন থেকে তার বাবা মায়ের হাতে তুলে দেওয়া হয় ।
সোমবার উত্তর দিল্লি পৌর কর্পোরেশনের চেয়ারম্যান জয়প্রকাশ পৌর কর্মকর্তাদের সঙ্গে ‘মজনু কি টিলা’য় হিন্দু শরণার্থী শিবিরে পৌঁছে শিশুটির পরিবারের সঙ্গে দেখা করে তার জন্ম শংসাপত্র হস্তান্তর করেন। জন্ম শংসাপত্র হাতে পেয়ে মেয়েটির পরিবারে খুশির অন্ত ছিল না। পরিবারের তরফ থেকে প্রধানমন্ত্রী মোদীকে অসংখ্য ধন্যবাদ জানানো হয়েছে।
শিশুর মা আরতি বলেছিলেন যে একদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজের দেশে হিন্দুদের নারকীয় জীবন দিচ্ছেন, অন্যদিকে আমাদের পরিবার ভারতের প্রধানমন্ত্রীর কাছ থেকে এত শ্রদ্ধা পেয়েছে। জন্ম শংসাপত্র দেওয়ার পরে উত্তর দিল্লি পৌর কর্পোরেশনের চেয়ারম্যান জয়প্রকাশ মজনু কি টিলায় বসবাসরত শরণার্থীদের আশ্বাস দিয়ে বলেন যে আমাদের সরকার হিন্দু শরণার্থী পরিবারগুলির ক্ষেত্রে চরম সংবেদনশীল ।