নয়া দিল্লীঃ পাকিস্তানের উপর ভারত এবার রাজনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক করার প্রস্তুতি নিচ্ছে। ভারত এবার উজ্জ নদী, ভিনি, নাজ, সুতর, নলৈন এর মতো ছোট খাটো নদী গুলোর সঙ্গম স্থলে উজ্জ মাল্টিপার্পাস (ujh multipurpose) পরিকল্পনার কাজ সম্পূর্ণ করবে। উজ্জ মাল্টিপার্পাস যোজনার ২০১৩-১৪ সালে বানানো প্ল্যান বদলে কেন্দ্র সরকার এবার উজ্জ নদীর জল সম্পূর্ণ ভাবে রুখে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। বন্যার সময় উজ্জ নদীর দেড় লক্ষ কিউসেক জল ডাইভার্ট করে পাকিস্তানের বদলে এবার রাজস্থান আর পাঞ্জাবে পাঠানো হবে। এই কাজ মার্চ ২০২০ থেকে শুরু হবে। যেসব এলাকা বৃষ্টির জলের উপর নির্ভর থাকে, সেইসব এলাকা গুলো এবার আগামী কয়েক বছরের মধ্যে সবুজে ভরে যাবে।
কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ উজ্জ মাল্টিপার্পাস পরিকল্পনা এই বছরের জানুয়ারি মাসেই শিলন্যাস হয়ে যেত, কিন্তু পাকিস্তানের দিকে চলে যাওয়া জল আটকানোর জন্য শিলন্যাস পিছিয়ে যায়। উজ্জ নদীর উপর তৈরি হওয়া জম্মু কাশ্মীরের প্রথম মাল্টিপার্পাস পরিকল্পনার জন্য এবার কন্ডি এলাকার শুকিয়ে থাকা জমি গুলো আগামী কয়েক বছরের মধ্যে জলের অভাব মিটে যাবে।
এই প্রকল্পের ফলে সাম্বা আর কাঠুয়া জেলার কন্ডি এলাকার ২৪ হাজার হেক্টর ভুমিতে সেচের কাজ শুরু করা যাবে। এর আগে ওই এলাকায় ১৬ হাজার হেক্টওর জমিতে সেচ করার নির্দেশ ছিল, এবার আরও আট হাজার হেক্টর জমিতে সেচ করা সম্ভব হবে। বিদ্যুৎ উৎপাদন নিয়েও কাজ করা হচ্ছে। বিভাগীয় সুত্র অনুযায়ী, ২৬ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুতের উৎপাদনের জন্য নতুন যোজনা তৈরি হচ্ছে। প্রথমে ১৮৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা হত,সেটিকে বাড়িয়ে এখন ২১২ মেগাওয়াট করা হবে।
এই প্রকল্পে প্রতিবছর ৩১০ মিলিয়ন ইউনিট বিদ্যুতের উৎপাদন বেড়ে যাবে। জলস্তর এর উচ্চতম স্তর ৬০৯ মিটার নির্ণয় করা হয়েছে। ৩৪.৫০ বর্গ কিমি এলাকায় উজ্জ প্রকল্পের জলাশয় তৈরি করা হবে। আগে থেকে নির্ধারিত থাকা এই প্রকল্পে আর ৫৮৫০ কোটি টাকা খরচ বাড়বে। উজ্জ মাল্টিপার্পাস প্রকল্প ২০২০ এর মার্চ মাস থেকেই শুরু হবে বলে জানা যাচ্ছে।