পাকিস্তানে আক্রান্ত শিখ ধর্মস্থান | গুরুদ্বারা নানাকানা সাহিবে শুক্রবার পাথর ছোঁড়ার ঘটনা ঘটে যা নিয়ে ভারতের বিদেশ মন্ত্রকে কড়া বার্তা দেন পাকিস্তানকে | মুখে শিখ বিরোধী স্লোগান ও হাতে পাথর নিয়ে এক বিপুল অংশে পাকিস্তানি মুসলিমেরা গুরুদ্বারা আক্রমণ করে বলে জানায় সেখানকার শিখ সম্প্র্দায়ের মানুষেরা | সঙ্গে সঙ্গে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে ইমরান খানের দ্বারস্থ হন তারা |
ঘটনার সূত্রপাত যখন স্থানীয় মুসলিম যুবক মহম্মদ হাসানের বিরুদ্ধে ওই গুরুদ্বারার সঙ্গে জড়িত এক শিখ গুরুর মেয়ে জগজিত কাউরকে অপহরণ ও মুসলিমে ধর্মান্তরিত করে বিয়ে করে | এই ঘটনার পরেই ওই মেয়েটির পরিবার থেকে হাসানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয় | আগস্ট মাসে এই ঘটনা ঘটার পর জানা যায় মহম্মদ হাসানকে কেউ বা কারা পিটিয়ে মেরে ফেলে |
উন্মত্ত জনতার সঙ্গে গুরুদ্বারা ভাঙচুর করতে আসা হাসানের ভাইয়ের দাবি,জগজিতের পরিবারের অভিযোগের উপর ভিত্তি করে তার ভাইকে পুলিশ পিটিয়ে মেরে ফেলেছে | এরপরই উত্তপ্ত হয়ে ওঠে গোটা পরিবেশ | গুরুদ্বারাতে প্রার্থনারত একাধিক শিখ সম্প্রদায়ের মানুষেরা আটকে পড়ে যখন বাইরে কয়েকশো মুসলিম মানুষ ইট-পাথর ছুঁড়তে থাকে |