কথা দিয়েও কথা রাখেননি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল| দিল্লির জনগণকে তিনি যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার মধ্যে একটিও পূরণ করেননি| বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ)-র সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তোপ দেগে এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ| কেজরিওয়ালকে আক্রমণ করে অমিত শাহ বলেছেন, মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই অন্যের উন্নয়নমূলক কাজে নিজের নাম চাপিয়ে দিয়েছেন কেজরিওয়াল, ধরনা-প্রদর্শন ছাড়া কিছুই করেননি তিনি| শুধুমাত্র আম আদমি পার্টি (আপ) নয়, এদিন কংগ্রেসকেও তীব্র আক্রমণ করেছেন অমিত শাহ| বৃহস্পতিবার পূর্ব দিল্লি হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| এদিনের অনুষ্ঠানে কংগ্রেস ও আপ সরকারকে তীব্র আক্রমণ করে অমিত শাহ বলেছেন, ‘আগে কংগ্রেস সরকার পাঁচ বছর ধরে অনেক প্রকল্প তৈরি করত, এ জন্যই তাঁরা বিখ্যাত ছিল| পরবর্তী পাঁচ বছরে ওই সমস্ত প্রকল্পের জন্য বাজেট মঞ্জুর করত, তারপরের পাঁচ বছরে ভূমি পুজো করত, এরপরের পাঁচ বছরে সেই সমস্ত প্রকল্পকে ভুলে যেত| কোনও কাজই হত না|’ অমিত শাহ আরও বলেছেন, ‘দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও নতুন-নতুন কাজ করে চলেছেন, যেমন পরিকল্পনা করা, বাজেট বরাদ্দ এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করা| অন্যের কাজে নিজের নাম চাপিয়ে দেওয়া|’
অমিত শাহ এদিন আরও বলেছেন, ‘কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হওয়ার পর ৬০ মাস হতে চলল, কিন্তু এখনও পর্যন্ত কোনও প্রতিশ্রুতিই পূরণ করেননি তিনি| প্রতিশ্রুতি তো পূরণ করছেন না, শুধুমাত্র বিজ্ঞাপন দিয়ে জনগণসক বিভ্রান্ত করছেন| উনি শুধুমাত্র প্রতিবাদ এবং ধরনা প্রদর্শনের কাজ করেছেন|’ 
কংগ্রেসকে তীব্র আক্রমণ করে অমিত শাহ বলেছেন, ‘শিখ দাঙ্গার পর এত বছর পর্যন্ত কংগ্রেস সরকারের আমলে ন্যায়বিচার পাননি ক্ষতিগ্রস্তরা| মোদী সরকার ক্ষমতায় আসার পরই, তত্ক্ষণাত্ এসআইটি তৈরি করেছে, যারা দাঙ্গা করেছিল তারা এখন জেলে রয়েছে| নির্মম হত্যাকাণ্ডকে কখনই ভুলতে পারবে না দেশবাসী, অসংখ্য শিখ ভাইদের হত্যা করা হয়েছিল|’ সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএঅ)-এর বিরোধিতায় বিক্ষুব্ধ প্রদর্শনের প্রেক্ষিতে কংগ্রেসকে আক্রমণ করে অমিত শাহ বলেছেন, ‘কংগ্রেসের নেতৃত্বে টুকরো-টুকরো গ্যাং হিংসা ছড়িয়েছে, এবার সময় এসেছে তাঁদের শাস্তি দেওয়ার|’
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, কংগ্রেসের জরাজীর্ণ স্টাইল গুজরাট থেকে বদলে দেওয়া শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| দেশের জনগণের সামনে নতুন সংস্কৃতিতে উন্নয়নের কাজ করার দৃষ্টান্ত রেখেছেন প্রধানমন্ত্রীই| দেশের সামনে কর্মসংস্কৃতির নজিরবিহীন দৃষ্টান্ত রেখেছেন, অর্থাত যে সরকার কোনও কাজের জন্য ভূমি পুজো করবে, সেই সরকারই উদ্বোধন করবে এবং পাঁচ বছরের মধ্যেই জনগণ ওই কাজের বাস্তব চিত্র দেখতে পারবেন| 
অমিত শাহ এদিন আরও বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির উন্নয়নের যে নকশা এঁকেছেন, সময়ের মধ্যে তা সম্পন্ন করার জন্য পরিকল্পনাও করা হয়েছে| দেশের প্রতিটি ঘরে নলের মাধ্যমে জল পৌঁছে দেওয়ার কাজ বিজেপি সরকার করতে চলেছে, কেজরিওয়াল বিজ্ঞাপন দিয়ে এই প্রকল্পের সুনাম অর্জনের চেষ্টা করছেন| প্রধানমন্ত্রী যখন বলেছেন দেশের প্রতিটি বাড়িতে জল পৌঁছে দেওয়া হবে, দিল্লিও তো তার মধ্যেই আসে| অমিত শাহের কথায়, দিল্লির ১৭৩১ অনধিকৃত কলোনি এবং সেই সমস্ত কলোনির অভ্যন্তরে বসবাসকারী ৪০ লক্ষ মানুষ, যাঁদের তিন-চার প্রজন্মের প্রতি কোনও সরকারেরই চিন্তা ছিল না, মোদী সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেককে মালিকানা দেওয়ার| 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.