এবার নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে অভিনব ভিডিও প্রচার বিজেপির। রাজ্য বিজেপির তরফে বানানো হয়েছে একটি ভিডিও বার্তা। মূলত মতুয়া সম্প্রদায়ের মানুষকে দিয়েই এই ভিডিও তৈরি করেছে রাজ্য বিজেপি। যেখানে নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA) মাধ্যমে শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দেওয়ার প্রচেষ্টাকে কুর্ণিশ জানানো হয়েছে। প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছেন মতুয়া সম্প্রদায়ের মানুষ। এই ভিডিওকে হাতিয়ার করে সোশ্যাল মিডিয়ায় প্রচার তুঙ্গে তুলেছে রাজ্য বিজেপি। নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি নিয়ে দেশজোড়া বিরোধিতার মুখে বিজেপি (BJP)।
এ রাজ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় তেড়েফুঁড়ে এই আইনের বিরোধিতা করে বিজেপির বিরুদ্ধে প্রচারে নেমেছেন। সেখানে কিছুটা ব্যাকফুটে থাকা রাজ্য বিজেপি বারবার অভিযোগ তুলেছে, মানুষকে নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি নিয়ে ভুল বোঝাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিরোধীরা। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়েই খোদ মতুয়া সম্প্রদায়ের মানুষজনকে দিয়ে নাগরিকত্ব আইনের স্বপক্ষে ভিডিও তৈরি করেছে বিজেপি। যা ইতিমধ্যেই সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল। এটা তৈরি করেছে রাজ্য বিজেপি মিডিয়া সেল।