নাগরিকত্ব সংশোধনী আইন বলবৎ করতে অনিচ্ছুক রাজ্যগুলিকে বাইপাস করার নয়া কৌশল কেন্দ্রের

নাগরিকত্ব সংশোধনী আইনকে কার্যকর করতে গিয়ে কেন্দ্রের বিরোধীতায় বেশ কিছু অ-বিজেপি শাসিত রাজ্য। সেইসব রাজ্যের প্রশাসনিক বাধাকে কাটিয়ে তুলতে নতুন কর্মপদ্ধতির চিন্তা ভাবনা কেন্দ্রের। সূত্রের খবর,নাগরিকত্বের আবেদন ও সে সম্পর্কিত যাবতীয় কাজ অনলাইনের করার পথে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের ।

কেরালা সহ বাকি যেসকল রাজ্য সরকার এর বিরোধীতায় পথে নেমেছে সেই সকল রাজ্যের প্রশাসনকেও এই কর্মপ্রক্রিয়া থেকে বাইরে রাখতে চায় কেন্দ্রীয় সরকার। সেক্ষেত্রে জেলাশাসক বা আমলাদের এই প্রক্রিয়া থেকে দূরে রাখার সিদ্ধান্তের কথাও শোনা যাচ্ছে। বিকল্পে অন্যদিকে পৃথক কর্মী নিয়োগের মাধ্যমে কাজ চালানো হতে পারে।প্রসঙ্গত দেশ জুড়ে নতুন বিল নিয়ে বিক্ষোভের তীব্রতা কমলেও,কেরালা ইতিমধ্যেই বিধানসভায় এ আইন না মানার প্রস্তাব পাশ হ য়ে গিয়েছে ।

এমনকি এই রাজ্যের ডিটেনশন ক্যাম্পও আর করা হচ্ছে না বলে সাফ জানিয়ে দেয় রাজ্য সরকার । পশ্চিমবঙ্গ ,ছত্তিশগড়,মধ্যপ্রদেশের মত রাজ্যগুলি এ আইনকে অসাংবিধানিক আখ্যা দিয়েছে। এ আইন সংক্রান্ত যাবতীয় কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.