নাগরিকতা সংশোধন আইন ভারতের কোন নাগরিকের উপর প্রভাব ফেলবে না, মুসলিমদের উপরেও নাঃ নরেন্দ্র মোদী

ঝাড়খণ্ড বিধানসভার নির্বাচনী প্রচারে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে একটি র‍্যালিতে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) নাগরিকতা সংশোধন (CAA) আইন নিয়ে বড় বয়ান দিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এই আইনে ভারতীয় নাগরিক সে মুসলিম হলেও তাঁর নাগরিকতায় কোন প্রভাব পড়বে না। এর সাথে সাথে উনি বলেন, নাগরিকতা সংশোধন আইনে মুসলমান, শিখ, ইসাইদের নাগরিকতায় কোন প্রভাব পড়বে না।

ঝাড়খণ্ডের নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকতা সংশোধন আইন নিয়ে সরকারের ভাবমূর্তি স্পষ্ট বুঝিয়ে দেন। উনি বলেন নাগরিকতা সংশোধন আই কোন ভারতীয়র অধিকার কেড়ে নেবেনা। উনি কংগ্রেসের উপর অভিযোগ এনে বলেন, সবথেকে বড় বিরোধী দল আর তাঁদের সহযোগী দল রাজনৈতিক চরিতার্থ সফল করতেই মুসলিমদের উসকানি দিচ্ছে।

দুই দিন আগে ঝাড়খণ্ডের দুমকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) একটি নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন। ওই নির্বাচনী সভায় তিনি বলেন, আমাদের দেশের সংসদে নাগরিকতা আইন নিয়ে গুরুত্বপূর্ণ বদল আনা হয়েছে। উনি অসম, পশ্চিমবঙ্গ (West Bengal) সমেত পূর্বত্তর রাজ্য গুলোতে নাগরিকতা সংশোধন আইনের বিরুদ্ধে চলা বিক্ষোভ নিয়ে বলেন, যারা আগুন লাগাচ্ছে তাঁরা কারা, সেটা তাঁদের জামা কাপড় দেখেই বোঝা যাচ্ছে।


ওই র‍্যালিতে প্রধানমন্ত্রী বলেন, এখানে আজ এত মানুষ এসেছে সেটা দেখেই বোঝা যাচ্ছে যে ঝাড়খণ্ডে এবার কমল ফুটবেই। আপনারা সবাই, বিশেষ করে আমার আদিবাসী ভাই আর বোনেরা আমাকে পূর্ণ সমর্থন দেবে। শহীদদের মাতি, রাষ্ট্রভক্ত, বীরেদের জন্ম দেওয়া বীর মাতাদের মাটিকে আমি প্রণাম জানাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আমি আপনাদের সেবক হয়ে কাজ করছি, আপনাদের মধ্যে আসি, আর আমার কাজের হিসেব জনতা জনার্দনের চরণে রাখি। একজন কর্মী হিসেবে আদিবাসীদের মধ্যে থেকে তাঁদের সেবা করার সুযোগের আমার অনেক অভিজ্ঞতা রয়েছে। এরজন্য আমি আপনাদের সুবিধা, অসুবিধা খুব ভালো করেই বুঝি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.