দিল্লিতে হিংসার জন্য দায়ী সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কা : আর কে সিনহা

উত্তর-পূর্ব দিল্লিতে হিংসাত্মক ঘটনার জন্য কংগ্রেসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন প্রবীণ বিজেপি (BJP) নেতা তথা রাজ্যসভার সাংসদ রবীন্দ্র কিশোর সিনহা (Rabindra Kishore Sinha)| সাংসদ আর কে সিনহার মতে, দিল্লিতে হিংসার জন্য দায়ী কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi), কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) বঢ়রা| সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কাকে দিল্লি-হিংসার ষড়যন্ত্রকারী আখ্যা দিয়েছেন সাংসদ আর কে সিনহা|

সোমবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ আর কে সিনহা (K Sinha) বলেছেন, সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কা বিভিন্ন জনসভায় ও নিজেদের বক্তব্যের মাধ্যমে কিছু মানুষকে উস্কানি দিয়েছেন, তাই হিংসাত্মক ঘটনা ঘটেছে দিল্লিতে (BJP)| সাংসদ আর কে সিনহা আরও বলেছেন, সংসদে যাঁরা অশান্তি করছে, সাম্প্রতিক দাঙ্গার জন্য তাঁরাই দায়ী| এই ধরনের মানুষ ষড়যন্ত্রকারীদের শ্রেণিতে আসে, তাঁদের জেলে রাখা উচিত|

প্রসঙ্গত, উত্তর-পূর্ব দিল্লিতে হিংসার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) পদত্যাগের দাবি জানিয়ে সোমবার সকালে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস সাংসদরা| ‘অমিত শাহকে পদত্যাগ’ করতে হবে-এই স্লোগান দিতে থাকেন কংগ্রেস সাংসদরা| উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, শশী থারুর, অধীর রঞ্জন চৌধুরী প্রমুখ| দিল্লি হিংসার প্রেক্ষিতে গান্ধী মূর্তির পাদদেশে প্রতিবাদ দেখান তৃণমূল কংগ্রেস সাংসদরাও| চোখে কালো কাপড় বেঁধে ‘নিরব প্রতিবাদ’ প্রদর্শন করেন তৃণমূল সাংসদ কাককি ঘোষ দস্তিদার, সৌগত রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র প্রমুখ| উত্তর-পূর্ব দিল্লিতে হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতে সোমবার সকালেই গান্ধী মূর্তির পাদদেশে প্রতিবাদ-বিক্ষোভ প্রদর্শন করেন আম আদমি পার্টি (আপ)-র সাংসদরাও| ‘হিংসার সমর্থক, বিজেপি (BJP) সরকার মুর্দাবাদ-মুর্দাবাদ’-স্লোগান দিতে থাকেন সঞ্জয় সিং-সহ আপ-এর অন্যান্য সাংসদরা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.