আবার রাজভবন–নবান্ন সংঘাত। তবে এবারের ইস্যু বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। যেখানে প্রতিশ্রুতি বিনিয়োগের কত শতাংশ বাস্তবায়িত হয়েছে থেকে শুরু করে কতজন চাকরি পেয়েছেন সেই শিল্পে তা নিয়ে রাজ্য সরকারের কাছে ফের বিস্তারিত জবাবদিহি তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এমনকী শ্বেতপত্র প্রকাশেরও দাবি তোলেন। জবাবে চার পাতার একটি চিঠিও পোস্ট করেন রাজ্যের অর্থ উপদেষ্টা অমিত মিত্র। পাল্টা আবার টুইটে একটি ভিডিও পোস্ট করেন রাজ্যপাল। সেই ভিডিও’ মধ্যে দিয়ে রাজ্যপাল জবাব চাইলেন অমিত মিত্রের কাছে।
জানা গিয়েছে, গত মঙ্গলবার একটি চিঠি পোস্ট করেন রাজ্যপাল। সেটা ২০২০ সালের চিঠি। যেখানে রাজ্যপাল পাঁচটি ধাপে বিনিয়োগ, কর্মসংস্থান–সহ নানা বিষয়ে রাজ্য সরকারের কাছে তথ্য জানতে চেয়েছিলেন। আর বুধবার সেখান থেকেই পাঁচটি প্রশ্ন তুলে টুইট করেন রাজ্যপাল। সেখানেও তিনি একই প্রশ্নের উত্তর জানতে চান। সেই ভিডিও–তে রাজ্যপাল বলেন, ‘বাণিজ্য সম্মেলনের পাঁচটি সংস্করণে যে ১২ লক্ষ ৩০ হাজার কোটি টাকার বিনিয়োগের কথা বলা হয়েছে, কোথায় হয়েছে সেই বিনিয়োগ? কারা সেই বিনিয়োগ করেছে? ওই বিনিয়োগ থেকে কত আয় হয়েছে? এই সব প্রশ্নের স্পষ্ট জবাব চাই।’ট্রেন্ডিং স্টোরিজ
রাজ্যের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র একটি টুইট করে পাল্টা কটাক্ষ করেন রাজ্যপালকে। কিন্তু তাতে সংঘাত দীর্ঘই হয়েছে। কারণ রাজ্যপালকে ওই ভিডিও–তে বলতে শোনা গিয়েছে, ‘মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্রর কাছে আমার অনুরোধ, তিনি চিঠিতে এই বিষয়ে স্পষ্ট জবাব দিন। তাঁর দেওয়া উত্তরে এই সব কথার কোনও উল্লেখ আমি পাইনি।’
উল্লেখ্য, গত ৯ নভেম্বর ইকো পার্কের একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তাঁকে সমর্থনের কথাই জানিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি জানিয়েছিলেন, কোনও সংঘাতের জায়গাই নেই। একটাই পথ, একসঙ্গে সেই পথে চলতে হবে। কিন্তু তারপরই প্রকাশ পেয়েছিল রাজ্যপালের টুইট। তাতে অস্বস্তিতে পড়ে রাজ্য সরকার। পাল্টা অমিত মিত্র টুইটে জবাব দেন জগদীপ ধনখড়কে।