জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ঘটনায় ১০ জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার, উত্তেজনা ছাড়ানোর জন্য জামিয়ার ফ্রেন্ডস কলোনি থেকে ১০ জন স্থানীয়কে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে ৩ জন এর আগেই বিভিন্ন দাঙ্গা হাঙ্গামায় জড়িত ছিলেন।
নাগরিত্ব সংশোধনী আইনের প্রতিবাদে রবিবার রাতে দক্ষিণ দিল্লি এলাকায় উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীরা ৪টি বাসে আগুন ধরিয়ে দেয়। তারপর ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশের বিশাল বাহিনী। বিশ্ববিদ্যালয়ে ঢুকে পুলিশ লাঠিচার্জ করে। এই ঘটনায় প্রায় ১২ জন আহত হন। জখম হন বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রও। সোমবার বিশ্ববিদ্যালয়ের তরফে দাবি করা হয়, এই বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছিলেন না। যারা দাঙ্গা বাঁধিয়েছিলেন তারা বহিরাগত।
তারপর এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১০ জনকে সোমবার গভীররাতে গ্রেফতার করে পুলিশ। ঘটনার দিন সিসিটিভি ফুটেজ ও পুলিশের রেকর্ড অনুযায়ী অভিযুক্তদের শনাক্ত করা হয়। তবে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে পুলিশের লাঠিচার্জ প্রসঙ্গে নিন্দায় সরব হয়েছে বিভিন্ন মহল। এমনকি এর প্রতিবাদে রাস্তায় নেমেছে দেশের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা।