আমাদের বাংলা ইলেকট্রনিক মিডিয়া যে কতটা জিহাদি মিডিয়া হয়ে গেছে গতকাল আরো একবার প্রমান পেলাম।
গতকাল ভারতের খেলাধুলার ইতিহাসে একটা বিশেষ দিন। দীর্ঘ ৪১বছর পর ভারত হকিতে পদক পেল। আগের লেখাতে লিখেছি মস্কো অলিম্পিকের থেকেও এবারের কৃতিত্ব বেশি।
সমস্ত সর্বভারতীয় নিউস চ্যানেলের প্রাইম টাইমে সমস্ত বিতর্ক বাদ দিয়ে এই নিয়েই প্রোগ্রাম করছিল।
এমনকি এনডি টিভি ও রাজদীপ সারদেশাইরাও পর্যন্ত প্রাইম টাইমে হকির এই সাফল্য নিয়ে অনুষ্ঠান করল।
অথচ, বাংলার কোনো ইলেকট্রনিক মিডিয়ার প্রাইম টাইমে এই সাফল্য নিয়ে কোনো প্রোগ্রাম নেই।
আসলে এই মিডিয়াগুলো একটা বিরাট জাতীয়বাদ বিরোধী দর্শক তৈরি করতে চাইছে যাদের খালি ভারতের ব্যর্থতাটাই দেখাবে সাফল্য নয়। এটা একটা মারাত্মক ব্যপার।
অনেকে বলছে, এইসব লিখে লাভ নেই। আমার দর্শন অন্য,
কেউ বদমাইশি বা শয়তানি করলে তার প্রতিকার সম্ভব না হলেও, সে যে শয়তানি বা বদমাইশি করছে সেটা অন্তত তাকে বুঝিয়ে দেওয়া উচিত।
সে অন্তত জানুক, তার শয়তানি বা বদমাইশি মানুষ ধরে ফেলেছে।
বাংলা মিডিয়ার যে এই শয়তানি সেটাকে আরো বেশি করে তুলে ধরার জন্য এইরকম ধারাবাহিক ভাবে আমি লিখে যাব।
খুবই অশনি সংকেত!! একদঙ্গল জাতীয়তাবাদ বিরোধী মাফিয়াদের হাতে পুরো বাংলা মিডিয়া চলে গেছে। রাজনীতি আলাদা, এরা পুরো জাতীয়তা বাদ বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।
আগের দিন আনন্দবাজারের নিউস পোর্টালের কথা লিখেছিলাম, আজ আবার, বদমাইশগুলো ভারতীয় বোর্ডের সিধান্ত নিয়ে মন্টে পানেসারের কি বক্তব্য তাই খবর করেছে!
ভাবুন একবার!বেশির ভাগ লোক মন্টে পানেসার কে তাই জানে না। বহুদিন আগে খেলা ছেড়ে দেওয়া অত্যন্ত এক মিডিওকার বোলারের কি বক্তব্য তা গুরুত্ব দিয়ে ছাপছে।