দীর্ঘদিন ধরে কাজের পর হঠাৎই সেখান থেকে বসিয়ে দেওয়া নিয়ে বছরের শুরুতেই আরম্ভ হল কারখানা গেটের সামনে অবস্থান বিক্ষোভ। লেনিন সরণীর ইন্ডিয়ান বটলিং প্ল্যান্টে মেন গেটে তালা লাগিয়ে পরিবারের সদস্যদের নিয়ে বিক্ষোভ প্রদর্শন কারখানার নিরাপত্তা কর্মীদের ।
ওই কারখানায় ৩৪ জন নিরাপত্তা রক্ষী দীর্ঘ ৩০-৩২ বছর ধরে কাজ করছেন । কিন্তু অভিযোগ হঠাৎ করে দিন কয়েক আগে তাদেরকে কর্মচ্যুত হওয়ার নোটিশ দেয় কারখানা কর্তৃপক্ষ ।
কারণ কারখানা কর্তৃপক্ষ চান তাদেরকে সরিয়ে অবসরপ্রাপ্ত আধা-সেনাদের দিয়ে কাজ করাতে। তারই পরিপ্রেক্ষিতে নিরাপত্তারক্ষীরা বছরের প্রথম দিনেই কারখানার গেটে পরিবার নিয়ে বসে পড়েন ।
কারখানার গেট আগলে রাখেন তারা।এরপরই মেন গেট তালা ঝুলিয়ে বিক্ষোভ সামিল হয় শ্রমিকরা। বিক্ষোভে সামিল হওয়াতে কোন শ্রমিক কাজে যোগদান করেনি ।
ফলে বন্ধ রয়েছে স্বাভাবিক ভাবে উৎপাদন বন্ধ হয়ে যায়। নোটিশ না তুলে নেওয়া পর্যন্ত তাদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানান নিরাপত্তা রক্ষীরা ।