করোনা (corona)চিকিৎসার কোনও নির্দিষ্ট ওষুধ এই মুহূর্তে নেই। একদিকে যেমন ভ্যাক্সিন তৈরি করে করোনা নির্মূল করার প্রচেষ্টা চলছে, অন্যদিকে, বিভিন্ন ওষুধ পরীক্ষা-নিরিক্ষা করে দেখা হচ্ছে। এবার মিলল করোনা নিরাময়ের তেমনই একটি উপায়।
চামড়ার সমস্যা সোরিয়াসিসে দীর্ঘদিন ধরেই ব্যবহার করা হয়ে আসছে ইতুলিজিমাব নামে একটি বিশেষ ইঞ্জেকশন। সেই ইঞ্জেকশন এবার কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করার কথা বলল ভারতের ড্রাগ রেগুলেটর।
বিশেষ কিছু করোনা আক্রান্তের ক্ষেত্রে এই ইঞ্জেকশন দেওয়া যেতে পারে। যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তাদের দেওয়া হবে এই ইঞ্জেকশন। একটি একটি মনোক্লোনাল অ্যান্টিবডি ইঞ্জেকশন, যা আগেই অনুমোদন দিয়েছে বায়োকন।
ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া ড. ভি জি সোমানি ইতিমধ্যেই এই অনুওমদন দিয়েছেন। এক আধিকারিক জানিয়েছেন, ভারতে করোনা আক্রান্তদের উপর ক্লিনিক্যাল ট্রায়ালের পরই এই ইঞ্জেকশন ব্যবহারে অনুমতি দেওয়া হয়েছে। পরীক্ষায় আশাজনক ফল আশাতেই এই সিদ্ধান্ত।
বুগত বেশ কয়েক বছর ধরে সোরিয়াসিসে চিকিৎসায় এই ওষুধ ব্যবহার করা হচ্ছে বলে জানা গিয়েছে।