ওয়াকফ বোর্ডকে কেন্দ্র করে এবার এক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ওয়াকফ সম্পত্তির কথা উল্লেখ করে বিজেপির ইশতেহার প্রকাশের অনুষ্ঠানে এক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হল বিজেপি জেপি নাড্ডার তরফে।
জানা গেছে, ওয়াকফ সম্পত্তির হিসাব জানার জন্য একটি সমীক্ষা চালানো হবে বিজেপির তরফে। এই সমীক্ষার মাধ্যমে আইন অনুসারে ওয়াকফ সম্পত্তির বিস্তার খতিয়ে দেখা হবে। এও জানা গেছে যে, এই। খতিয়ে দেখার কাজটি করবে বিচারবিভাগীয় কমিশন। এই তল্লাশি চালানো মূল লক্ষ্যই হচ্ছে ওয়াকফ সম্পত্তির বেআইনি ব্যবহার বন্ধ রাখা।
উল্লেখ্য, হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন একদম দোরগোড়ায়। ১২ই নভেম্বর তারিখে ওই রাজ্য শুরু হবে ভোটগ্রহণ। এই নির্বাচন উপলক্ষ্যেই গেরুয়া শিবিরের তরফে প্রকাশিত করা হল ইশতেহার। সেই ইশতেহার প্রকাশের অনুষ্ঠানেই ওয়াকফ সম্পত্তি কেন্দ্রীক ঘোষণা করলেন জেপি নাড্ডা।