আর্থিক মন্দা, জিডিপি ক্রমশঃ নিন্মমুখী। পরিস্থিতির মোকাবিলা করতে একঝাঁক পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। আর্থিক মন্দার পর্যালোচনা করতে শুক্রবার বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বৈঠক চলবে শনিবারও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার মন্ত্রী পরিষদ এবং প্রধান সচিবদের কাউন্সিলের সাথে অর্থনীতির অবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করেছেন। কি কারনে এই মন্দা? তা খুঁজতে তৈরি হয়েছে আলাদা এক্সপার্ট কমিটি। প্রধানমন্ত্রী অর্থনৈতিক মন্দার বিষয়ে শিল্পমহলের থেকে নানা ধরনের তথ্য সংগ্রহ করেছেন। কি করলে শিল্পের মন্দা কাটতে পারে, তা নিয়ে ভারী পরিকাঠামো, খেলা, টেক্সটাইল সহ একাধিক শিল্পক্ষেত্র থেকে মতামত গ্রহণ করেছে প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টারা। সেই সব নিয়েই শুক্রবার থেকে শুরু হয়েছে বৈঠক। কোন পথে হবে অর্থনীতির মন্দার মোকাবিলা। তার জন্য আগামী ৫ বছরের ভিশন ডকুমেন্টের উপর নজর রেখে কাজ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকে।প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ সেপ্টেম্বরের ছয় বছরের নীচে ৪.৫% এর নিচে নেমে যায় জিডিপি (GDP)।
বিশ্লেষকরা দীর্ঘমেয়াদী মন্দার পূর্বাভাস দিয়েছিলেন। শুক্রবার এবং শনিবার দু’দিন ধরে প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের সামনে বেশ কয়েকটি বিভাগের সচিবদের সমন্বয়ে ১০ টি “বিভাগীয় গোষ্ঠী” এই আলোচনা করে।আলোচনা করে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারমণ এবং বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল প্রমূখ এই বৈঠকে উপস্থিত ছিলেন।