আকস্মিক সফরে মঙ্গলবার ঢাকায় আসছেন ভারতের বিদেশ সচিব

মঙ্গলবার বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকায় আসছেন ভারতের বিদেশ সচিব (Indian Forigen Secretary) হর্ষবর্ধন শ্রিংলা। মঙ্গলবার আচমকাই একদিনের সফরে ঢাকায় আসছেন ভারতের বিদেশ সচিব। কূটনৈতিক সূত্র জানিয়েছে, ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক হবে বলে আশা করা হচ্ছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যেই ঢাকা আসছেন শ্রিংলা।

দেশটির পররাষ্ট্রসচিব হিসেবে এটি তার দ্বিতীয় বাংলাদেশ সফর। বাংলাদেশে সফলতার সঙ্গে হাইকমিশনারের দায়িত্ব পালন শেষে ওয়াশিংটনে দায়িত্ব পালন করে দিল্লিতে বিদেশ সচিবের দায়িত্ব পাওয়ার পর চলতি বছরের মার্চের প্রথমার্ধে প্রথম ঢাকায় এসেছিলেন পেশাদার কূটনীতিক শ্রিংলা।একদিনের ঝটিকা সফরে বিশেষ বিমানে তিনি ঢাকায় পৌঁছাবেন। এ সময় দ্বিপাক্ষিক সহযোগিতার সার্বিক বিষয় পর্যালোচনা করা হবে। মহামারী করোনা ভাইরাসের মধ্যে শ্রিংলার আকস্মিক এই সফরকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বাংলাদেশের রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.