নাগরিকত্ব হারাবার ভয় তাড়িয়ে বেড়াচ্ছে উদ্বাস্তুদের। তাই তাদের আশঙ্কা কাটাতে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দেন ,অমুসলিম উদ্বাস্তুদের ভারতীয় নাগরিকত্ব পেতে কোন রেশন কার্ড লাগবে না।
সোমবার সংসদের নাগরিকত্ব সংশোধনী বিল পেশের পর জবাবী ভাষণ দেওয়ার সময় উদ্বাস্তুদের আশঙ্কা কাটানোর চেষ্টা করেছেন অমিত শাহ। তিনি বলেন এই আইনের অধীনে কেউ নাগরিকত্ব পেলে তার বিরুদ্ধে যদি অনুপ্রবেশকারীর মামলা থাকে তা খারিজ হয়ে যাবে।
শাহ বলেন,অমুসলিম ভারতীয়দের নাগরিকত্ব পেতে রেশন কার্ডের কোন দরকার নেই। যেদিন থেকে ভারতে এসেছেন সেদিন থেকেই ভারতের নাগরিকত্ব পাবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন নাগরিকত্বের আবেদন করার পর যদি কারো বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ দায়ের হয় তাহলে নাগরিকত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে তার ওপর থেকে যাবতীয় মামলা নিজে থেকেই প্রত্যাহার হয়ে যাবে।এই আইনে নাগরিকত্ব পাওয়ার পর কারো বিরুদ্ধে অনুপ্রবেশকারী হিসেবে কোন মামলা চালানো যাবে না।
বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন নাগরিকত্বের আবেদন জানানো হলে তার বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা দায়ের হবে বলে বোঝাচ্ছেন অনেকে। তা মোটেই সঠিক নয়।
সোমবার চূড়ান্ত চেঁচামেচি এর মধ্যেই লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই বিলের বিরোধিতায় সংবিধানের ৫,১৪,২৫,২৬ সহ বেশ কয়েকটি ধারা নিয়ে বিরোধীরা সোচ্চার হয়। কিন্তু যুক্তি দিয়ে বিরোধীদের দাবি খণ্ডন করে অমিত শাহ।