কেদারনাথ মন্দির, গঙ্গোত্রী মন্দিরের পর এবার কপাট বন্ধ হয়ে গেল বদ্রীনাথ মন্দিরেও। বৃহস্পতিবার বিকেল ৩.৩৫ মিনিট নাগাদ বন্ধ করে দেওয়া হয়েছে বদ্রীনাথ মন্দিরের কপাট। চারধামের জন্য খ্যাত উত্তরাখণ্ডের গাড়োয়াল। সেই চারধাম, অর্থাৎ যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথ মন্দির শীতের ছ’মাস পুরোপুরি বন্ধ হয়ে যায়। এই সময়ে নিচু জায়গায় নেমে আসেন অধিষ্ঠিত দেবদেবীরা।
ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে কেদারনাথ মন্দির, গঙ্গোত্রী মন্দির। বৃহস্পতিবার বন্ধ হয়ে গেল উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত বদ্রীনাথ মন্দিরও। ভগবান বদ্রী নেমে আসবেন জোশীমঠে। এদিন সকাল সাতটা নাগাদ আবার বন্ধ হয়েছে মধ্যমহেশ্বর মন্দিরও। এবার শুধুই পুনরায় সমস্ত মন্দির খোলার অপেক্ষা।
2020-11-19