১.
এমন আরোগ্য নিকেতন যার মর্গের আকার
বারোগুণ বড়ো আকাশের থেকে…
এমন আকাশ যার আয়ুর সকাল সীমায়িত
কলঙ্কের মতো…
এমন কলঙ্ক যাকে মড়কের সঙ্গে যুঝে যেতে হয়
আজীবন…
আজীবন মানে কোনও জীবন নয় যে তুমিও
লাল বেলুন উড়িয়ে বসে থাকবে
হাওয়ার অপেক্ষায়।
২.
ফুলে ফেঁপে ঢোল হয়ে যাওয়া মেঘ
জায়গায় জায়গায় চামড়া উঠে যাওয়া আকাশ
নীল গর্জনের ভাঙা স্বর
মড়কের দিনে সস্তার রেশন আর তোমার দুবেলা
অন্ধকার
এসব চুরি করেই আমার অন্ধত্ব বেঁচে আছে
আয় আয়
অশোক ঘোড়ই