আসন্ন দুর্গাপুজোকে লক্ষ্য রেখে, জেলা পুলিশের পক্ষ থেকে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। সোমবার মেদিনীপুরের প্রদ্যোৎ স্মৃতি সদন মঞ্চে জেলার বিভিন্ন পুজো সংগঠনগুলিকে সরকারি সাহায্য প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার নির্দেশিকা সম্পর্কে অবগত করিয়েছেন।
তিনি সমস্ত পুজো সংগঠনগুলিকে মন্ডপে সিসি নজরদারি ক্যামেরা লাগানোর অনুরোধ করেন। পাশাপাশি দর্শনার্থীদের জন্য মন্ডপে প্রবেশদ্বার এবং বাহিরের পথ সম্পূর্ণ আলাদা ভাবে করার নির্দেশ দেন। কোনরকম সমস্যা হলে ১০০ এবং ১১২ এই দুটি নম্বরে ডায়াল করার জন্য জানান। প্রয়োজনে তাঁর নিজের মোবাইল নাম্বারেও যোগাযোগ করার জন্য জানান।
সেই সঙ্গে তিনি জানান, প্রত্যেকটি পুজো সংগঠনকে পুলিশের পক্ষ থেকে পরিচয় পত্র দেওয়া হবে যা কার্নিভালের দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। পুজোর দিনগুলিতে মদ্যপ এবং ইভটিজারদের দৌরাত্ম্য নিবারণে তিনি কড়া পদক্ষেপ নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইঞা, শিউলি সাহা, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, জেলা শাসক, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিগণ।