দেশ ভাগের পর ১৯৪৮ সালে অমর পালকে কলকাতায় চলে আসতে হয়

লোকসঙ্গীতে দুই বাংলাতেই জনপ্রিয় ছিলেন অমর পাল। সত্যজিৎ রায়ের “হীরক রাজার দেশে” ছবিতে ‘কতই রঙ্গ দেখি দুনিয়ায়… ‘ গানটি আজও চিরস্মরণীয় করে রেখেছে শিল্পীকে।

অবিভক্ত বাংলার ব্রাহ্মণবেড়িয়ায় লোকশিল্পী অমর পালের জন্ম হয়। অল্পবয়সে বাবাকে হারালেও মায়ের কাছেই তাঁর সঙ্গীতের হাতেখড়ি। পরে সঙ্গীতগুরু আয়াত আলি খানের কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষা নেন। দেশ ভাগের পর ১৯৪৮ সালে অমর পালকে কলকাতায় চলে আসতে হয়। ব্রাহ্মণবেড়িয়া, তিতাসের পাড় ছেড়ে এলেও তিনি সেখানকার মেঠো সুর ভোলেননি। এদেশে এসে তিনি সুরেন চক্রবর্তী, মণি চক্রবর্তী ও ননীগোপাল বন্দ্যোপাধ্যায়ের মতো বিখ্যাত লোকসঙ্গীত শিল্পীর কাছে শিক্ষালাভ করেন। নিজে বহু লোকসঙ্গীত রচনা করলেও বাউল, টুসু, মনসা থেকে ভাটিয়ালির কথা ও সুরকে ভোলেননি অমর পাল।

সত্যজিত্ রায়ের হাত ধরে বাংলা গানের জগতে মাইলফলক ‘কতই রঙ্গ দেখি দুনিয়ায়… ‘ অমর পালের কন্ঠে। শুধুমাত্র সত্যজিত্ রায়ের ছবিতে প্লে ব্যাক নয়, পরবর্তী কালে প্রয়াত ঋতুপর্ণ ঘোষ থেকে তপন সিংহ, দেবকীকুমার বসুর সঙ্গেও কাজ করেছেন। আধুনিক বাংলা গানের স্বর্ণযুগেও তিনি লোকসংগীত গেয়ে মধ্যগগনে থেকেছেন৷

প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী অমর পালের জীবনাবসান হয় ২০১৮ সালে। হৃদরোগে আক্রান্ত হয়ে এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.