তাদের টিকার জরুরি ব্যবহারের অনুমোদনের জন্য এ বার কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করতে চলেছে জাইডাস ক্যাডিলা। জাইকোভ-ডি নামে কোভিড টিকার উৎপাদন করেছে আমদাবাদ ভিত্তিক এই ওষুধ প্রস্তুতকারি সংস্থাটি। এই টিকার জরুরি ব্যবহারের অনুমোদন পেতে এই মাসেই তারা আবেদন জমা করতে পারে বলে জানা গিয়েছে সংস্থার তরফে। সংস্থাটি আত্মবিশ্বাসী যে তাদের টিকা চলতি মাসেই অনুমোদিত হবে। প্রতি মাসে জাইকোভ-ডি-র ১ কোটি ডোজ উৎপাদন করার পরিকল্পনা করেছে সংস্থা।
ভারতে ইতিমধ্যেই সেরামের কোভিশিল্ড, ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ও রাশিয়ার স্পুটনিক ভি টিকা ব্যবহারে অনুমোদন দেওয়া হয়েছে। জাইকোভ-ডি অনুমোদিত হলে সেটি হবে চতুর্থ কোভিড টিকা। প্রাথমিক ভাবে মাসে ১ কোটি ডোজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিলেও সংস্থাটি জানিয়েছে আগামী দিনে তা বাড়িয়ে ৩-৪ কোটি ডোজ করা হবে। এর জন্য ইতিমধ্যেই অন্য দু’টি উৎপাদনকারী সংস্থার সঙ্গে আলোচনা চলছে বলেও জানিয়েছে তারা।
সাধারণত ভ্যাকসিন ২-8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সংরক্ষণ করা উচিত। তবে জাইডাসের ভ্যাকসিন ঘরের তাপমাত্রায় (২৫ ডিগ্রি সেলসিয়াস) ঠিক থাকে। সংস্থার দাবি, এই ভ্যাকসিন ডোজ দেওয়াও সহজ।