করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের মধ্যে মানুষের জীবন এবং জীবিকাকে সমগুরুত্ব দিয়ে মোদীর(modi) লকডাউন (lockdown)মডেলের ভূয়সী প্রশংসা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে মোদী বলেন এমন ভাবে লকডাউন করা উচিত যাতে থাকে ‘জান ভি অর জাহান ভি’। অর্থাৎ জীবনও থাকবে আর তার সঙ্গে থাকবে জীবন ধারণের উপায়ও। হু-এর ডিরেক্টর জেনারেল ডেভিড ন্যাভারো বলেন, ভারত কোভিড ঠেকাতে যে পন্থা নিয়েছে তার প্রতি তাঁদের পূর্ণ সমর্থন আছে। এখনও তাঁরা এই বিষয়ে বিস্তারিত তথ্য পান নি কিন্তু তাঁরা আশাবাদী যে লকডাউনের মাধ্যমে ভারতে বড় সংক্রমণ আটকানো যাবে। এই দেশের মানুষরা লকডাউন আটকাতে যথেষ্ট কার্যকর ভূমিকা নিয়ে প্রশাসনকে সবরকম সহায়তা করেছে।
তিনি বলেন দ্বিতীয় দফার লকডাউনে তিনটি জিনিসকে গুরুত্ব দিতে হবে জীবন, জীবিকা এবং বেঁচে থাকা। লকডাউনের মধে সমস্ত মানুষ সামাজিক দূরত্ব নিয়ে চলতে পারবে না কারণ তাঁদের সেই পরিস্থিতি নেই। তাই এমনভাবে সবকিছু ভাবতে হবে যাতে সব বজায় থাকে। তাঁর মতে দ্বিতীয় দফার লকডাউনে সংক্রামিত জায়গাগুলিকে চিহ্নিত করা গিয়েছে। সেই সঙ্গে অর্থনীতি যে জায়গাগুলিতে ধাক্কা খাবে সেই জায়গাগুলির দিকেও নজর দিতে হবে।