কবে আসছে করোনার 3rd Wave? নির্দিষ্ট করে জানালেন ICMR-এর এই চিকিৎসক

করোনার দ্বিতীয় ঢেউ সামলে এখন ঘুরে দাঁড়াচ্ছে বিশ্ব। তবে চিন্তায় রেখেছে তৃতীয় ঢেউ। কবে আসবে তৃতীয় ঢেউ? কতটা ঘাতক হবে এর প্রভাব? কোন বয়সের মধ্যে তৃতীয় ঢেউয়ের প্রভাব সবচেয়ে বেশি পড়বে? ইত্যাদি নানাবিধ প্রশ্ন এখন মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। এর বেশ কয়েকটার উত্তর দিলেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর Epidemiology and Infectious Diseases বিভাগের প্রধান ডক্টর সমীরণ পাণ্ডা। কী জানালেন তিনি?

প্রথমে কয়েকটি কারণ বিশ্লেষণ করেছেন ডক্টর সমীরণ পাণ্ডা। তিনি জানান, প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের কারণে মানুষের ইমিউনিটি ক্ষমতা কমে গিয়েছে। যা তৃতায় ঢেউকে ত্বরান্বিত করবে। এছাড়া করোনার ডেল্টা ও ডেল্টা প্লাস প্রজাতির কারণেও তৃতীয় ঢেউ অবসম্ভাবি। এরপর আইসিএমআর-এর শীর্ষ আধিকারীক জানান, অগাস্টের শেষে আসতে চলেছে তৃতীয় ঢেউ। তবে এর প্রভাব দ্বিতীয় ঢেউয়ের মতো মারাত্মক হবে না।

তৃতীয় ঢেউ যে আসবেই, চলতি সপ্তাহের শুরুতেই তা স্পষ্ট করেছিল দেশের চিকিৎসক মহল। সেই কারণে একাধিক সতর্কবার্তাও দিয়েছিলেন তাঁরা। জমায়েত এড়িয়ে যাওয়া, বিধইনিষেধ মেনে চলার মতো নানান সতর্কতা শউনিয়েছেন তাঁরা। এমনকী WHO প্রধানও সাফ জানিয়েছেন যে, বর্তমানে তৃতীয় ঢেউয়ের প্রাথমিক পর্যায়ে রয়েছে গোটা বিশ্ব। যার মূল কারণ করোনার ডেল্টা প্রজাতী। ইতিমধ্যে বিশ্বের ১১১টি দেশে ধরা পড়েছে ডেল্টা প্রজাতি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.