WhatsApp-এই এবার ভ্যাকসিন বুকিং চালু করল কেন্দ্র, সেভ করে নিন নম্বর

1/5নিকটস্থ টিকাকেন্দ্র খোঁজা এবং ভ্যাকসিনের অ্যাপয়েন্টমেন্ট বুক করা, দুটিই এবার হবে WhatsApp-এ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, MyGov করোনা হেল্পডেস্ক এখন সরাসরি হোয়াটসঅ্যাপেই। ফাইল ছবি : পিটিআই (PTI)

হোয়াটসঅ্যাপের সিইও উইল ক্যাথকার্ট-ও কেন্দ্রের সঙ্গে এই জুটি বাঁধার বিষয়ে জানিয়েছেন। ছবি : টুইটার  (Twitter)
2/5হোয়াটসঅ্যাপের সিইও উইল ক্যাথকার্ট-ও কেন্দ্রের সঙ্গে এই জুটি বাঁধার বিষয়ে জানিয়েছেন। ছবি : টুইটার  (Twitter)
Book Slot লিখে 919013151515 নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাতে হবে। ফাইল ছবি : পিটিআই (PTI)
3/5Book Slot লিখে 919013151515 নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাতে হবে। ফাইল ছবি : পিটিআই (PTI)
এর মাধ্যমেই সরাসরি MyGov করোনা হেল্পডেস্কের চ্যাটবট রিপ্লাই দেবে। ফাইল ছবি : পিটিআই (PTI)
4/5এর মাধ্যমেই সরাসরি MyGov করোনা হেল্পডেস্কের চ্যাটবট রিপ্লাই দেবে। ফাইল ছবি : পিটিআই (PTI)
এর আগে পশ্চিমবঙ্গে রাজ্য সরকার এমন একটি ব্যবস্থা চালু করেছিল। কলকাতার ১৬টি বরোর বাসিন্দাদের জন্য হোয়াটসঅ্যাপে স্লট বুকিংয়ের সুবিধা চালু করে নবান্ন। 8335999000 নম্বরে Hi লিখে পিং করলেই পাওয়া যাচ্ছিল টিকাকরণ সংক্রান্ত তথ্যাদি ও স্লট বুকিংয়ের সুযোগ। ফাইল ছবি : মিন্ট (MINT_PRINT)
5/5এর আগে পশ্চিমবঙ্গে রাজ্য সরকার এমন একটি ব্যবস্থা চালু করেছিল। কলকাতার ১৬টি বরোর বাসিন্দাদের জন্য হোয়াটসঅ্যাপে স্লট বুকিংয়ের সুবিধা চালু করে নবান্ন। 8335999000 নম্বরে Hi লিখে পিং করলেই পাওয়া যাচ্ছিল টিকাকরণ সংক্রান্ত তথ্যাদি ও স্লট বুকিংয়ের সুযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.