করোনা(corona) ভাইরাসের মোকাবিলায় অভিনব সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। সোমবার স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে, ২২টি ডেডিকেটেড করোনা হসপিটাল তৈরি করতে চলেছে রাজ্য(state) সরকার। নতুন করে কোনও করোনা হাসপাতাল তৈরি হবে না। বর্তমান পরিকাঠামো নিয়েই এই জেলায় জেলায় হাসপাতালগুলি তৈরি হবে বলে জানা গিয়েছে স্বাস্থ্য ভবন সূত্রে। রাজ্যে ধাপে ধাপে বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা। পাহাড় থেকে সাগর সর্বত্রই একই চিত্র। জেলাস্তরে করোনা আক্রান্তদের চিকিৎসা দিতেই এই পরিষেবা শুরুর সিদ্ধান্ত হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Bandyopadhyay ) সিদ্ধান্ত নিয়েছেন ২২টি জেলাতেই ডেডিকেটেড করোনা হাসপাতাল গড়ার। কারণ, শহর কলকাতায় বেলেঘাটা আইডি ছাড়াও কলকাতা মেডিকেল হাসপাতাল (Kolkata Medical Hospital) ও টালিগঞ্জ বাঙুর হাসপাতালে চলছে করোনা আক্রান্তদের চিকিৎসা। কিন্তু জেলায় কেউ করোনা আক্রান্ত হলে তাকে চিকিৎসক করাতে আনতে হবে কলকাতায়(Kolkata) । এমন পরিস্থিতি বুঝে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ পাঠিয়েছে স্বাস্থ্য ভবন। সম্প্রতি নদীয়া জেলার পাঁচ জনের শরীরে ধরা দিয়েছে করোনা ভাইরাস। তাদের চিকিৎসার জন্য আনতে হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালেই।