টিকাকরণে সাপ্তাহিক পরিকল্পনা,পরীক্ষা বৃদ্ধি- ভোটমুখী ৫ রাজ্যকে পরামর্শ কেন্দ্রের

1/5সামনেই পাঁচ রাজ্যে ভোট। সেই রাজ্যগুলিতে (গোয়া, মণিপুর, পঞ্জাব, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড) টিকাকরণ বৃদ্ধির পরামর্শ দিল কেন্দ্র। সেজন্য জেলাভিত্তিক সাপ্তাহিক পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে। যাঁরা এখনও প্রথম ডোজ নেননি, তাঁদের টিকা নিতে উৎসাহ প্রদান করতে হবে। যাঁদের দ্বিতীয় ডোজ নেওয়া বাকি আছে, তাঁদের সম্পূর্ণ করতে হবে টিকাকরণ। সেই পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা, তা রাজ্য প্রশাসনকে প্রতিদিন পর্যালোচনা করতে হবে। (ছবি সৌজন্যে, কেশব সিং/ হিন্দুস্তান টাইমস)

ওই রাজ্যগুলিতে করোনার সংক্রমণ যাতে আচমকা বেড়ে না যায়, সেজন্য পরীক্ষার সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে করোনা সুরক্ষাবিধি পালনের উপর জোর দিয়েছে কেন্দ্র। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/5ওই রাজ্যগুলিতে করোনার সংক্রমণ যাতে আচমকা বেড়ে না যায়, সেজন্য পরীক্ষার সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে করোনা সুরক্ষাবিধি পালনের উপর জোর দিয়েছে কেন্দ্র। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
করোনাভাইরাস নিয়ন্ত্রণ এবং টিকাকরণের অবস্থা জানতে ওই পাঁচ রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। খতিয়ে দেখেন করোনা বিধি। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
3/5করোনাভাইরাস নিয়ন্ত্রণ এবং টিকাকরণের অবস্থা জানতে ওই পাঁচ রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। খতিয়ে দেখেন করোনা বিধি। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
এমনিতে জাতীয় গড়ের থেকে গোয়া এবং উত্তরাখণ্ডে বেশি সংখ্যক টিকার প্রথম এবং দ্বিতীয় ডোজ প্রদান করা হয়েছে। অন্যদিকে, জাতীয় গড়ের থেকে পিছিয়ে আছে উত্তরপ্রদেশ, পঞ্জাব এবং মণিপুর। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
4/5এমনিতে জাতীয় গড়ের থেকে গোয়া এবং উত্তরাখণ্ডে বেশি সংখ্যক টিকার প্রথম এবং দ্বিতীয় ডোজ প্রদান করা হয়েছে। অন্যদিকে, জাতীয় গড়ের থেকে পিছিয়ে আছে উত্তরপ্রদেশ, পঞ্জাব এবং মণিপুর। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
উল্লেখ্য, দিনকয়েক আগেই করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় উত্তরপ্রদেশ নির্বাচনে প্রচার সভার উপর নিষেধাজ্ঞার আবেদন জানায় এলাহাবাদ হাইকোর্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নির্বাচন কমিশনের কাছে এলাহাবাদ হাইকোর্টের আবেদন জানায়, এখনই জনসভা, মিছিল নিষিদ্ধ করা হোক উত্তরপ্রদেশে৷ পাশাপাশি নির্বাচন পিছিয়ে দেওয়ার আর্জিও জানায় আদালত৷ (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/5উল্লেখ্য, দিনকয়েক আগেই করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় উত্তরপ্রদেশ নির্বাচনে প্রচার সভার উপর নিষেধাজ্ঞার আবেদন জানায় এলাহাবাদ হাইকোর্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নির্বাচন কমিশনের কাছে এলাহাবাদ হাইকোর্টের আবেদন জানায়, এখনই জনসভা, মিছিল নিষিদ্ধ করা হোক উত্তরপ্রদেশে৷ পাশাপাশি নির্বাচন পিছিয়ে দেওয়ার আর্জিও জানায় আদালত৷ (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.