করোনার ডেল্টা প্রজাতি নিয়ে আতঙ্ক আরও বাড়ছে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, ভাইরাসের ডেল্টা প্রজাতির সামনে ক্রমে শক্তি হারাচ্ছে টিকা। যার ফলে সংক্রমণের সম্ভাবনা বাড়ছে। পাশাপাশি তিনি জানিয়েছেন, তবুও টিকাকরণ চালিয়ে যেতে হবে, কারণ,করোনা আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থতা বা মৃত্যুর পথ বন্ধ করতে একমাত্র সহায় টিকা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার আধিকারিক বলেছেন, ভবিষ্যতে ভাইরাসের একের পর প্রজাতি পরিবর্তিত হয়ে মানব শরীরে সংক্রমণ ঘটালেও ক্রমে টিকার শক্তি কমে আসতে পারে। ফলে যত করোনার প্রজাতির বিবর্তন ঘটবে, ততই টিকার শক্তি হ্রাস হওয়ার একটা আশঙ্কা রয়ে যাচ্ছে। করোনার ডেল্টা প্লাস প্রজাতির সৃষ্টি হয়েছিল এই ভাইরাসের ডেল্টা বা বি.১.৬১৭.২ প্রজাতির রূপ পরিবর্তনের ফলে। এই প্রজাতিটি প্রথম ভারতে চিহ্নিত করা হয়। করোনার দ্বিতীয় ঢেউয়ের ক্ষেত্রে এটি একটি মুখ্য ভূমিকা পালন করেছিল। ধীরে ধীরে ভারত থেকে একটি রূপ ছড়িয়ে পড়েছিল ব্রিটেনেও।