করোনার বিরুদ্ধে লড়াইয়ে নির্ণায়ক ভূমিকা নেবে টিকাকরণ অভিযান। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা: হর্ষবর্ধন। এদিন স্বাস্থ্যমন্ত্রকের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, খুবই দুর্ভাগ্যজনক বিষয় রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য কিছু মানুষ টিকার বিরুদ্ধে ভুল তথ্য পেশ করছেন। ফলে জনগণের মধ্যে টিকা নেওয়ার ক্ষেত্রে জড়তা তৈরি হচ্ছে, যা দেশের জন্য ভালো মানে বহন করছে না। স্বাস্থ্যমন্ত্রকে তরফ থেকে টিকা নেওয়ার জন্য জনসচেতনতা গড়ে তুলতে যে প্রচারাভিযান চালানো হবে তাতে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে টিকা পুরোপুরি সুরক্ষিত। পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সামান্য। যে কোনও টিকা নেওয়ার ক্ষেত্রে এই ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া থাকতেই পারে। ফলে জনগণের উচিত তার প্রতি আস্থা দেখান। অযথা ভয় পাওয়া উচিত নয়। যারা অন্যের কথা শুনে টিকা নিচ্ছেন না তারা ভুল করছেন। প্রত্যেকের টিকা নেওয়া উচিত।
2021-01-21