এবার করোনায় আক্রান্ত হলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আপাতত সিঙ্গাপুরেই একটি কোয়ারেন্টাইনে থেকে চলছে তাঁর চিকিৎসা। করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই সোশ্যাল সাইটে জানিয়েছেন অভিনেত্রী।
তবে অভিনেত্রীর শরীরে করোনার কোনও উপসর্গ নেই। ফেসবুকেই সেকথা জানিয়েছেন তিনি। লিখেছেন, “আমি করোনা আক্রান্ত। কিন্তু আপনাদের জানাতে চাই আমি ভাল আছি। আমি উপসর্গহীন। চিকিৎসক ও কর্তৃপক্ষ যে সব নিয়ম মানার কথা বলছেন তা মেনে চলছি। আমি এখন সিঙ্গাপুরে রয়েছি। একটি রিকভারি সেন্টারে নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছি আমি। সবাইকে অনুরোধ করছ শান্ত ও নিরাপদ থাকুন। আমার পরিবার ও স্টাফেরা সবাই নিরাপদ রয়েছে। আপনাদের প্রার্থনার জন্য ধন্যবাদ।”
লকডাউনের গোটা সময়টা সিঙ্গাপুরে নিজের পরিবারের সঙ্গেই কাটিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এ বছর জানুয়ারি মাসে দেশে ফেরেন তিনি। একাধিক ছবির শুটিং সেরে ফের সিঙ্গাপুরে ফিরে যান তিনি। এপ্রিলে কলকাতায় ফেরার কথা ছিল নায়িকার। কিন্তু এই পরিস্থিতিতে তিনি কলকাতায় আসবেন কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
প্রসঙ্গত, টলিউডে ইতিমধ্যেই আবীর চট্টোপাধ্যয়ায় সহ একাধিক সেলিব্রিটি করোনায় আক্রান্ত হয়েছেন। সম্প্রতি বলিউডে দুই তারকার শরীরেও বাসা বেঁধেছে করোনার জীবাণু। তাঁরা হলেন রণবীর কাপুর ও সঞ্জয় লীলা বনশালি। বর্তমানে ‘গাঙ্গুবাঈ কাঠিওয়ারি’ ছবির শুটিম করছেন বনশালি। তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট ইতিবাচক আসার পর শুটিংয়ের সমস্ত কাস্ট ও ক্রু মেম্বারের করোনা পরীক্ষা হয়। নিরাপত্তার জন্য তাঁদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। শোনা যাচ্ছে করোনা রিপোর্ট নেগেটিভ আসার পরও বনশালি নিরাপত্তার খাতিরে কোয়ারেন্টাইনে রয়েছেন। পরবর্তী নোটিস না আসা পর্যন্ত শুটিং বন্ধ রাখা হয়েছে।
এদিকে সেদিন সকালেই খবর পাওয়া যায় অভিনেতা রণবীর কাপুরও করোনা আক্রান্ত। একটি ওয়েব পোর্টালকে কাকা রণধীর কাপুর এই তথ্য জানান। পরে রণবীর কাপুরের মা নীতু কাপুর নিজের ইনস্টাগ্রামে ছেলের করোনা আক্রান্তের খবর দেন। হোম কোয়ারেন্টাইনে থেকে রণবীরের চিকিৎসা চলছে। করোনা বিধি মেনে সবরকম শারীরিক পরীক্ষা করা হয়েছে তাঁর। তবে বর্তমানে তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল।