এবার ‘অজানা জ্বরে’র আতঙ্ক দেখা গেল হাওড়ায়। উল্লেখ্য, বিগত বেশ কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে শতাধিক শিশু জ্বরে আক্রান্ত হয়েছে। যার জেরে এই জ্বর নিয়ে আতঙ্ক ছড়িয়েছে উত্তরে। এবার সেই জ্বরের থাবা হাওড়াতেও। জানা গিয়েছে, বিগত কয়েকদিনে হাওড়া জেলা গ্রামীণ আমতা হাসপাতালে জ্বরে আক্রান্ত হয়ে ২৫ জন শিশু ভর্তি হয়েছে। আক্রান্ত শিশুদের অভিভাবকরা জানাচ্ছেন, ওষুধ দিলে জ্বর সাময়িকভাবে কমে, পরে আবার জ্বর আসছে।
অনেক ক্ষেত্রেই আবার জ্বর কমে গেলেও সর্দিতে কষ্ট পাচ্ছে শিশুরা। হাসপাতাল তরফে শিশুদের মল, মূত্র ও রক্তের পরীক্ষা করতে দেওয়া হয়েছে। জ্বর কমে গেলে পর তিনদিন পর্যবেক্ষণে রাখার পরে শিশুদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। তবে হাসপাতালের তরফে জ্বরের কারণ জাননো সম্ভব হয়নি বলে অভিযোগ আক্রান্ত শিশুর অভিভাবকদের।
প্রসঙ্গত, কিছুদিন আগে উত্তরবঙ্গে অজানা জ্বরে আক্রান্ত হয়ে বহু শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে একের পর এক আক্রান্তের সংখ্যা বাড়ছে। জলপাইগুড়ি জেলা হাসপাতাল, শিলিগুড়ি জেলা হাসপাতাল, উত্তরবঙ্গ মেডিক্যাল সর্বত্রই এই জ্বরের আক্রান্ত শিশুদের খবর পাওয়া গিয়েছে। সংবাদমাধ্যমে বিষয়টি সামনে আসতেই হাসপাতালগুলি মুখে কার্যত কুলুপ এঁটেছে। এদিকে রাজ্য জুড়ে অজানা জ্বরের এই দাপটকে সাধারণ জ্বর বলেই ব্যাখ্যা করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। আশ্বাস দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।